সুরজীৎ আদক , উলুবেড়িয়া, আপনজন: রাজ্য সরকারের প্রতিশ্রুতি মতোই নির্দিষ্ট সময়ের আগেই পৌঁছে গেছে আবাস যোজনার উপভোক্তাদের নিজস্ব অ্যাকাউন্টে বাড়ি তৈরির টাকা। আর সেই কাজ কতদূর এগোলো তা খতিয়ে দেখতে মাঠে নামলেন স্বয়ং বিডিও! উল্লেখ্য, বর্তমান
কেন্দ্র সরকার আবাসের টাকা বন্ধ করে দেওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দফায় সেই টাকা ইতিমধ্যেই সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠিয়েছেন।
তবে বাড়ি তৈরির টাকায় আদেও বাড়ি হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে শনিবার উলুবেড়িয়া-১নং হীরাপুর গ্রাম পঞ্চায়েতের কয়েকটি উপভোক্তাদের বাড়িতে হাজির হলেন স্বয়ং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এইচ এম রিয়াজুল হক।বাড়ির কাজ পরিদর্শন করে বিডিও জানান,উলুবেড়িয়া-১নং ব্লকের ৯টি অঞ্চলে প্রথম দফায় মোট ২১৩৪ জন উপভোক্তা বাড়ি তৈরির টাকা পেয়েছেন।এর মধ্যে সরাসরি মুখ্যমন্ত্রীর দফতরকে ফোন করে ৯৮ জন উপভোক্তাও বাড়ি তৈরির টাকা পেয়েছেন।
বিডিও-র কথায়,জেলাশাসকের নির্দেশ মোতাবেক আজকে উলুবেড়িয়া-১নং ব্লকের হীরাপুর অঞ্চলের চন্দন রুইদাস,নিতাই রুইদাস,
সমর রুইদাস,অষ্ট রুইদাস ও চম্পা রুইদাসের বাড়িতে গিয়ে সার্ভে করলাম,যাতে ওই সকল উপভোক্তারা প্রকৃত পক্ষে বাড়ি তৈরি করছেন কিনা,উপভোক্তাদের বাড়ির কাজ দেখার পর বাড়ির সামনে দাঁড় করিয়ে মোবাইলে ছবিও তোলেন উলুবেড়িয়া-১নং ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক।এদিন বিডিও-র সঙ্গে ছিলেন হীরাপুর গ্রাম পঞ্চায়েত প্রধান উওম মাইতি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct