আপনজন: শেষ পর্যন্ত কিছুটা স্বস্তির খবর পেল বার্সেলোনা। লা লিগা কর্তৃপক্ষ অবশেষে ক্লাবটিকে ১:১ আর্থিক ফেয়ার প্লে নিয়মের আওতায় আসার অনুমতি দিয়েছে। ফলে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে নতুন খেলোয়াড় দলে ভেড়াতে আর কোনো বাধা রইল না ক্লাবটির। এ ছাড়া এখন আর কোনো খেলোয়াড়ের চুক্তি নবায়নেও বাধা নেই। তবে দানি ওলমো এবং পাউ ভিক্তরের নিবন্ধন এখনো ঝুলে আছে কিছু নিয়ম-নীতির কারণে। ৩০ ও ৩১ ডিসেম্বর পাঠানো নথিপত্র পর্যালোচনার পর লা লিগা বার্সেলোনাকে ১:১ ফেয়ার প্লে নিয়ম মেনে চলার অনুমতি দিয়েছে। শুক্রবার মধ্যরাতে বিষয়টি ক্লাবটিকে জানানো হয়। তবে ক্লাবটি লা লিগার কাছে দানি ওলমো এবং পাউ ভিক্তরের নিবন্ধনের বিষয়টি ফের স্মরণ করিয়ে দেয়, যা ৩০ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছিল। বার্সেলোনা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা এবং তার ঘনিষ্ঠ সহযোগীরা শুক্রবার রাত ১২টা ১০ মিনিট পর্যন্ত অফিসে কাজ করেছেন, যাতে লা লিগা এই দুই খেলোয়াড়ের নিবন্ধন অনুমোদন করে। তবে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিষয়ে লা লিগার সঙ্গে কোনো মৌখিক চুক্তি হয়নি এবং লিগ কর্তৃপক্ষ তাদের কঠোর অবস্থান বজায় রেখেছে। এর ফলে আরএফইএফও তাদের ব্যাখ্যা মেনে নেয়নি, যার মাধ্যমে বার্সেলোনা সাধারণ বিধি ১৩০-এর সুবিধা পেতে পারত। অন্যদিকে শুক্রবার দুপুর ২:৩০টার দিকে একটি বিনিয়োগকারীর কাছ থেকে ২৮ মিলিয়ন ইউরো পেয়েছে বার্সেলোনা। এই অর্থ ভবিষ্যতে স্পটিফাই ক্যাম্প ন্যুরের ভিআইপি আসনের জন্য প্রদান করা হয়েছে। ব্যাংক ট্রান্সফার হয়ে যাওয়ার পর সংশ্লিষ্ট নথিপত্র লা লিগার কাছে পাঠানো হয় এবং এর পরই বার্সেলোনা ১:১ নিয়মের আওতায় আসতে সক্ষম হয়। তবে ১:১ নিয়মের আওতায় এলেও এই নিয়মে দানি ওলমো এবং পাউ ভিক্তরকে নিবন্ধন করা সম্ভব নয়, কারণ এক মৌসুমে কোনো খেলোয়াড় অনিবন্ধিত হয়ে গেলে তাকে ফের নিবন্ধন করার সুযোগ নেই লা লিগায়। ফলে আপাতত আদালতের দিকে তাকিয়ে আছে বার্সেলোনা। তবে অন্যান্য খেলোয়াড়দের চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে আর কোনো বাধা নেই।
বার্সেলোনার বিপদটি সৃষ্টি হয়েছে লা লিগার কঠোর অবস্থানের কারণে। আগে নাইকির সঙ্গে নতুন চুক্তি হওয়ার পর বার্সেলোনা দানি ওলমোকে নিবন্ধন করতে পারবে বলে জানিয়েছিলেন লা লিগার প্রেসিডেন্ট হ্যাভিয়ের তেবাস।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct