আপনজন ডেস্ক: বিহারের পূর্ব চম্পারণ জেলার মঙ্গলাপুর গ্রামে কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি মসজিদে ঢুকে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, প্রার্থনার ম্যাট, ফ্যান ও লাইট ভেঙে মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
এ ঘটনায় স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যাপক নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে স্থানীয় পুলিশ জানিয়েছে, ধর্মীয় স্থানের অবমাননার কারণে সৃষ্ট উত্তেজনা মোকাবেলায় তারা গ্রামে একটি রক্ষ বাহিনী মোতায়েন করেছে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন শান্ত রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে তারা। মসজিদে ঢুকে দুর্বৃত্তরা ভাঙচুর চালায় এবং মসজিদের বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে। স্থানীয় সংবাদমাধ্যমকে এক মুসলিম বলেন, একটি নারী পবিত্র কুরআন ও ইসলামি বইয়ের কপি নিয়ে তার উপর বসেছিলেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই মহিলাকে আটক করে নিয়ে যায়।
তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তখন মহিলা তার নাম বলছেন না। পরে সে একই গ্রামের এক মুন্না শাহের মেয়ে বলে শনাক্ত হয়।
আমরা তার পরিবারকে খবর দিয়েছি। আমরা গ্রামের হিন্দু ও মুসলমানদের ডেকে ঘটনাটি জানিয়েছি। স্থানীয় এক ব্যক্তি বলেন, ওই নারী ভাঙচুর করেননি বলে লোকজন সন্দেহ করছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct