অমরজিৎ সিংহ রায় , বালুরঘাট, আপনজন: গোটা রাজ্যের সাথে ২ জানুয়ারি দিনটিকে বই দিবস হিসেবে পালন করলো দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন বিদ্যালয় গুলি। নতুন বছরে নতুন ক্লাস। সঙ্গে বাড়তি পাওনা নতুন বই। তাই বছরের শুরুতে হাতে নতুন বই পেয়ে বেজায় খুশি পড়ুয়ারা।
জানা গিয়েছে, প্রতিবছরের মতো ২০২৫ শিক্ষাবর্ষের শুরুতে ২ জানুয়ারি দিনটিতে সংরক্ষিত বই দিবস হিসেবে পালনের জন্য জেলা শিক্ষা দফতর থেকে দেওয়া হয়েছিল নির্দেশিকা। বিনামুল্যের সরকারী বইগুলি এই দিনই বিদ্যালয় থেকে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিতরন করা হবে বলে জানান হয়েছিল বিদ্যালয় গুলিকে। সেইমত বই দিবসে জেলার বিভিন্ন সরকারি ও সরকারী সাহায্য প্রাপ্ত প্রাথমিক ও হাই-স্কুলের পড়ুয়াদের হাতে বই তুলে দেওয়া হয়। তবে শুধু বই দিবস নয় ‘স্টুডেন্ট উইক’ এর অংশ হিসেবে পড়ুয়াদের বাড়তি পাওনা হিসেবে দেওয়া হয় ‘গ্রাজুয়েশন সার্টিফিকেট’।
এদিন বালুরঘাট পশ্চিম চক্রের অন্তর্গত খাসপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয় ও দুর্লভপুর প্রাথমিক বিদ্যালয়ে সরে জমিনে গিয়ে লক্ষ্য করা গেল, দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি সন্তোষ হাঁসদা’র উপস্থিতিতে সেখানে চলছে ‘পড়ুয়া সপ্তাহ’ উপলক্ষে নতুন বই বিতরণ। পড়ুয়াদের হাতে নতুন বই তুলে দেন স্বয়ং সংসদ সভাপতি। দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি সন্তোষ হাঁসদা ছাড়াও এদিনের এই পরিদর্শনে উপস্থিত ছিলেন সহকারি বিদ্যালয় পরিদর্শক সৌমিত্র সরকার, নিরেন মালাকার এবং সংশ্লিষ্ট চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক। এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি সন্তোষ হাঁসদা জানান, ‘আজ বালুরঘাট পশ্চিম চক্রের অন্তর্গত খাসপুর নিম্ন বুনিয়াদি বিদ্যালয় ও দুর্লভপুর প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে এসেছিলাম। নতুন বই পড়ুয়াদের হাতে তুলে দেয়া হয়েছে। নতুন বই গুলিতে পড়ুয়াদের মলাট দেবার কথা বলেছি। শিক্ষক-শিক্ষিকাদের নতুন বছরে নতুন উদ্যমের সাথে পঠন-পাঠনের উপরে বিশেষ গুরুত্ব দেবার কথা বলা হয়েছে।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct