নিজস্ব প্রতিবেদক , নদিয়া, আপনজন: স্থানীয় মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় এক ঝাঁকে গোটা এলাকার মানুষের রেলপথ আটকে প্রতিবাদ বিক্ষোভ। রেললাইন থাকলেও নেই আন্ডার পাস, ফাঁকা জায়গা দিয়েই এপার ওপার যাতায়াত করতেন মানুষ, কিন্তু হঠাৎ করে রেলের সিদ্ধান্তে রেল লাইনের ধারের ফাঁকা জায়গা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেই কর্তৃপক্ষ, এরই প্রতিবাদে বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগরের দুর্গাপুর এলাকায় রেল রেলপথ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকার শতাধিক মানুষ। জানা গেছে নদীয়ার শান্তিপুর থেকে কৃষ্ণনগর যেতে এই রেলপথ ব্যবহার হয়, কিন্তু নেই কোন রেলগেট।
স্থানীয়দের যাতায়াতের রাস্তা একটাই মাত্র। স্থানীয়রা রেল কতৃপক্ষকে দীর্ঘদিন দাবি করেছিলেন, একটি আন্ডারপাস করে দেওয়ার, কিন্তু তার গুরুত্ব দেয়নি রেল কর্তৃপক্ষ। উপরন্তু যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। রেলের এই সিদ্ধান্তের কথা জানতে পেরেই ক্ষোভে ফেটে পড়ে বসবাসকারীরা, এরপর প্রতিবাদের ঝড় তুলতে থাকে। তাদের মূলত একটাই দাবি, হয় আন্ডারপাস করে দেয়ার ব্যবস্থা করে দিতে হবে না হলে ওই ফাঁকা জায়গায় বসাতে হবে একটি রেলগেট। তবে এই প্রতিবাদী বিক্ষোভ চলতে থাকে বেশ কয়েক ঘন্টা। বিক্ষোভকারীদের দাবি, যতক্ষণ না পর্যন্ত রেল কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত এই বিক্ষোভ চালিয়ে যাবেন তারা। সূত্রের খবর এখনো পর্যন্ত রেল কর্তৃপক্ষের কোনো আধিকারিক ঘটনাস্থলে উপস্থিত হননি, আর সেই কারণে বিক্ষোভকারীদের মধ্যে আরো ক্ষোভ বাড়ছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct