সজিবুল ইসলাম , ডোমকল, আপনজন: দেশে যখন হিন্দু-মুসলিম নিয়ে রাজনৈতি শুরু হয়েছে ঠিক তখনই এক সম্প্রীতির ছবি ধরা পড়ল মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের ফরিদপুর অঞ্চলে। বেশ কিছুদিন ধরে অপরাজিতা বেদিয়া নামের এক হিন্দু সম্প্রদায়ের মহিলার রক্তের প্রয়োজন হওয়ায়, রক্ত যোগানের অনেক চেষ্টা করার পরেও রক্তের জোগান না হওয়ায় অবশেষে ফরিদপুর অঞ্চলের জনকল্যাণ সেবা সংস্থার কোষাধ্যক্ষ হাবিব মণ্ডল নামের এক মুসলিম সম্প্রদায়ের যুবক স্বেচ্ছায় রক্ত দানের কথা জানান। সেইমতো এদিন ডোমকল মহকুমা হাসপাতালে গিয়ে ওই মহিলাকে রক্ত দিয়ে তার প্রাণ বাঁচাল।
রক্ত দিয়ে হাবিব বলেন বর্তমানে ভারতবর্ষে যেভাবে সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা চলছে। সম্প্রীতির বার্তা দিতেই আমার এই উদ্যোগ। আমরা হিন্দু মুসলমান একে অপরের ভাই ভাই তাই ধর্মটা আগে নয় মানবধর্মটাই আমাদের কাছে আগে।
হাবিবের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকার বিশিষ্ট মহল থেকে সাধারণ মানুষ। পেয়েছে সংবর্ধনা, ফরিদপুর অঞ্চলের জনকল্যাণ সেবা সংস্থার উদ্যোগে প্রধানের উপস্থিতিতে হাবিবকে সংবর্ধনা জানানো হয়।
এ বিষয়ে ফরিদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শাকিলা বেগম জানান, এটাই আমাদের ভারত বর্ষ, এটাই আমাদের বাংলা। এখানে মানব ধর্মই আগে প্রাধান্য পায়। তাই ধর্ম দেখে মানুষের সাহায্য করাটা ঠিক নয়। মানুষের আপদ বিপদে একে অপরে সাহায্যের হাত বাড়িয়ে দেয়াটাই হচ্ছে মূল কর্তব্য।
তবে রোগীর পরিবার রক্ত পেয়ে খুশি হয়ে তিনারা জানান রক্তের কোন ধর্ম হয় না কোন জাত হয় না। এইভাবেই মানুষ মানুষের সমস্যায় পাশে দাঁড়াবে সেই কামনা করি বলে রোগীর পরিবার।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct