ফারুক আহমেদ , কলকাতা, আপনজন: প্রতি বছরের ন্যায় এবছরেও পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্তনিগম মিলন উৎসবের আয়োজন করেছে, যার আনুষ্ঠানিক উদ্বোধন হবে আজ শুক্রবার। পার্ক সার্কাস ময়দানে আয়োজিত এই মিলন উৎসব চলবে ৭ জানুয়ারি ২০২৫ পর্যন্ত। বৈচিত্রের মাঝে এই মহামিলন উৎসবের সূচনা করবেন রাজ্যের মন্ত্রী এবং কলকাতা পৌরসভার মেয়র, ফিরহাদ হাকিম। বিশেষ অতিথি মন্ত্রী জাভেদ আহমেদ খান, ব্রাত্য বসু, পুলক রায়, সিদ্দিকুল্লাহ চৌধুরী, মন্ত্রী সাবিনা ইয়াসমিন, বাবুল সুপ্রিয়, সাংসদ নাদিমুল হক ও প্রাক্তন সাংসদ আহমদ হাসান ইমরান। এছাড়াও উপস্থিত থাকবেন মন্ত্রী জনাব মহম্মদ গুলাম রব্বানী, তাজমুল হোসেন, পশ্চিমবঙ্গ সরকারের সচিব ড. পি বি সেলিম, সংখ্যালগু উন্নয়ন ও বিত্ত নিগমের এমডি শাকিল আহমেদ প্রমুখ। এবারে মিলনমেলায় জোর দেওয়া হয়েছে কেরিয়ার কাউন্সেলিংয়ের উপর।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct