সাদ্দাম হোসেন , জলপাইগুড়ি, আপনজন: না ফেরার দেশে জলপাইগুড়ি নবাবের ঐতিহাসিক রহমান হাউসের তত্ত্বাবধায়কের, শোকের ছায়া বিভিন্ন মহলে।
বুধবার গভীর রাতে বয়স্ক জনিত সমস্যার কারণে ৮৯ বছর বয়েসে প্রয়াত হন মোহাম্মদ একরাম আনসারী। (ইন্না লিল্লাহি...)। একদিকে জলপাইগুড়ি শহর যেমন হারালো এক প্রবীণ অভিভাবকে এরই সঙ্গে সমাপ্ত হল নবাব রহিম বক্স এর আমলে স্থাপিত রহমান হাউসের একটি অধ্যায়।
কারন মৃতুর আগদিন পর্যন্ত মোহাম্মদ একরাম আনসারী ছিলেন নবাব দের উত্তরসূরিদের রেখে যাওয়া ঐতিহাসিক রহমান হাউসের তত্বাবধায়ক। পিতার মৃত্যু প্রসঙ্গে পুত্র পাপ্পু আনসারী বলেন, সুস্থ্য ছিলেন, হঠাৎ ঘরে পরে গিয়ে আহত হন, হার ভেঙে যায়। অপারেশন করানো হয় বেসরকারি হাসপাতালে। তারপরেও নিউমনিয়া সহ অন্যান্য বয়সজনিত কারনে বুধবার রাতে প্রয়াত হন। আনসারী সাহেবের প্রয়াণে জলপাইগুড়ির ইতিহাসের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল বলে জানান উত্তরবঙ্গের বিশিষ্ট গবেষক এবং সাহিত্যিক উমেশ শর্মা। উমেশ বাবু বলেন,নবার দের নির্মিত রহমান হাউসের তত্বাবধায়ক শুধু ছিলেন না আনসারী সাহেব জলপাইগুড়ি জেলার বিভিন্ন ঐতিহাসিক ঘটনার সাক্ষী ছিলেন এই মানুষটি। তার প্রয়াণে জলপাইগুড়িবাসী একজন অভিভাবকের সঙ্গে নবাব আমলের সাক্ষ্য বহনকারী ব্যক্তিত্বকে হারাল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct