সেখ রিয়াজুদ্দিন , বীরভূম, আপনজন: ৯ দফা দাবির পরিপ্রেক্ষিতে সিপিআইএম প্রভাবিত পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের তরফে বৃহস্পতিবার রাজনগর থানা ও ব্লক অফিসে ডেপুটেশন প্রদান করা হয়। ইতিপূর্বে আদিবাসী অধিকার মঞ্চের রাজনগর ব্লক কমিটির ডাকে সংগঠনের কর্মী-সমর্থকরা রাজনগর ডাকবাংলো মাঠে জমায়েত হন এবং সেখান থেকে সুসজ্জিত বর্ণাঢ্য মিছিল সহকারে রাজনগর বাজার সহ বিভিন্ন এলাকা পরিক্রমা শেষে রাজনগর থানায় স্মারকলিপি প্রদান করেন। পরবর্তীতে অনুরূপ ভাবে রাজনগর ব্লক অফিসের সামনে বিভিন্ন দাবি সম্বলিত শ্লোগান তুলে এলাকা মুখরিত করে তোলে।
তারপর সংগঠনের কয়েকজন প্রতিনিধি গিয়ে বিডিওকেও স্মারকলিপি প্রদান করেন। এদিন তাদের দাবি সমূহের মধ্যে ছিল যথাক্রমে -জল-জমি-জঙ্গল- থেকে আদিবাসীদের উচ্ছেদ করা যাবে না। ৯ দফা দাবির পরিপ্রেক্ষিতে এদিনের মিছিল ও ডেপুটেশন কর্মসূচি বলে সংগঠন সূত্রে জানা যায়। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য অশোক মুর্মু, জেলা কমিটির সদস্য রামু মার্ডি, রাজনগর ব্লক সম্পাদক বাবুদাস পাউরিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct