নকিব উদ্দিন গাজী ও বাইজিদ মণ্ডল , ডায়মন্ডহারবার, আপনজন: বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয় কর্মসূচির উদ্বোধনে এসে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে জঙ্গি প্রসঙ্গে এবার বিস্ফোরক দাবি করলেন, অভিষেক বলেন বিজেপি চক্রান্ত করে বাংলায় জঙ্গি ঢুকিয়েছে যাতে শান্ত বাংলাকে অশান্ত করা যায়। অন্যদিকে তিনি বলেন রাজ্য পুলিশী জঙ্গিদেরকে গ্রেফতার করেছে ,কিন্তু জঙ্গিরা যেখান থেকে ঢোকে ,সেই বর্ডারের দায়িত্ব থাকে কেন্দ্রীয় সরকারের বর্ডার সিকিউরিটি ফোর্স তারা কি করছিল ,আসল তারা যে ব্যর্থ সে কথা কেউ বলে না। অন্যদিকে আরজিকর এর ইস্যু নিয়ে তিনি বলেন আরজিকর নিয়ে অনেকে অনেক লম্বা-চওড়া কথা বলেছিল কিন্তু আরজিকর কান্ডের যে মূল অভিযুক্ত সঞ্জয় তাকে ২৪ ঘণ্টার মধ্যে এই রাজ্য পুলিশে গ্রেপ্তার করেছিল ছ মাস অতিক্রান্ত হয়ে গেলেও ইডি সিবিআই সেই কাজটাই করতে পারেনি এতদিন ধরে কি করেছে। রাজ্য পুলিশ যে কাজ ২৪ ঘন্টায় করে, কেন্দ্রীয় এজেন্সি ছয় মাসে সেই কাজ করতে পারে না। পাশাপাশি বিরোধীরা বারবার অভিযোগ তুলেছেন এ বাংলায় জঙ্গিদের হাব তৈরি হয়েছে সেই প্রশ্ন করেন সাংবাদিকরা। উত্তরে সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গ জঙ্গিদের হাব নয়, শিক্ষা সংস্কৃতি স্বাস্থ্যের হাফ হয়ে উঠছে আর যা, উন্নয়নের হাব হয়েছে,গোটা ভারতবর্ষের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করছে এই বাংলা, অন্য রাজ্য তা ফলো করছে, বিরোধীদের কাজ বাংলা সম্বন্ধে কুৎসা রটানো অন্যদিকে তিনি বলেন পশ্চিমবঙ্গ কেন আসাম, ত্রিপুরা থেকে জঙ্গিরা ধরা পড়ছে সেখানে তো আর তৃণমূল পরিচালিত সরকার নেই বিজেপি পরিচালিত সরকার তাহলে সেখান থেকে জঙ্গি কেন ধরা পড়ছে। কোথা থেকে আসছে জঙ্গিগুলো কেন্দ্রের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন অভিষেক। অন্যদিকে বাংলাদেশ প্রসঙ্গ নিয়েও মুখ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন বাংলাদেশের যে নৈরাজ্য হচ্ছে তা কোনভাবেই মেনে নেওয়া যায় না যে দেশে শাসন ব্যবস্থা পক্ষপাত নেয় আইন-শৃঙ্খলা কে তোয়াক্কা করে না আইনকে মান্যতা দেয় না সেই দেশের পতন অবশ্যম্ভাবী। বাংলাদেশ প্রসঙ্গ নিয়েও কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তোলেন অভিষেক। সামনে যেহেতু কোন ইলেকশন নেই তাই কেন্দ্রীয় সরকার বাংলাদেশ নিয়ে কোন হেল্দোল দেখাচ্ছে না। অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ নেওয়া দরকার। যে সরকার ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে যারা সিএ এনআরসি নিয়ে সুর চড়িয়ে বলেছিল সমস্ত হিন্দুদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব বিজেপির তারা কেন প্রতিবাদ সভা করছে না।
পাশাপাশি কেন্দ্রের বঞ্চনার কথাও তিনি উল্লেখ করেন ১০০ দিনের কাজ আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্পের অর্থ দিচ্ছে না উন্নয়নের হাতে টাকা বরাদ্দ করছে না কেবল ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে যাচ্ছে। কেন্দ্রে না দিলেও এ রাজ্যের উন্নয়ন হবে তাই একের পর এক উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করছে তা আগামী দিনের আরো উন্নয়নের লক্ষ্যে আমাদের পৌঁছাতে হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct