রঙ্গীলা খাতুন , বহরমপুর, আপনজন: সরকার অনুমোদিত স্কুলগুলিতে ভর্তি ফি ২৪০ টাকা নির্দিষ্ট করে দিয়েছে সরকার। কিন্তু তার অতিরিক্ত ভর্তি ফি নেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে বৃহস্পতিবার বহরমপুরের শিল্পমন্দির উচ্চ বালিকা বিদ্যালয়ে বিক্ষোভ দেখালো বাম ছাত্র সংগঠন এসএফআই। এ দিন শিল্পমন্দির উচ্চ বালিকা বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়ার দিন ছিল। ওই ভর্তি প্রক্রিয়া শুরুর আগে এসএফআই-এর সদস্যরা স্কুলের মধ্যে ঢুকে প্রধান শিক্ষিকাকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে। এসএফআই সদস্যদের অভিযোগ, ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণিতে ভর্তির জন্য স্কুল কর্তৃপক্ষ ছাত্রীপিছু এক হাজার টাকা করে নিচ্ছে। তার মধ্যে কম্পিউটার ক্লাসের জন্য নেওয়া হচ্ছে ৪০০ টাকা করে। এ ছাড়াও সাফাই কর্মী, নিরাপত্তা রক্ষী, ডায়েরি ও পরিচয়পত্রের জন্য ছাত্রী পিছু ১০০ এবং সরস্বতী পুজোর জন্য ১৫০ টাকা পৃথক ভাবে ছাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে, যা বেআইনি। ওই স্কুলে কোনও করণিক নেই। এক জন অবসর নিয়েছেন এবং অন্য এক জন করণিক বরখাস্ত হয়ে রয়েছেন। ফলে স্কুল কর্তৃপক্ষ আলাদা করে এক জন করণিক নিয়োগ করেছে, যার বেতন ছাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে। একই ভাবে, কম্পিউটার খারাপ হয়ে গেলে তা সারানোর জন্য এবং ওই ক্লাসে যে বাতানুকূল যন্ত্র লাগানো হয়েছে, তার জন্য ছাত্রীদের কাছ থেকেই টাকা নেওয়া হচ্ছে। কিন্তু ওই স্কুলে অধিকাংশই ছাত্রী দারিদ্র পরিবারের অভিভাবকদের আর্থিক অবস্থাও ভাল নয়। ফলে ভর্তি ফি হিসেবে মোটা অঙ্কের টাকা আদায়ের কারণে ওই অভিভাবকেরা সঙ্কটের মধ্যে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct