আপনজন ডেস্ক: বছরের শুরুতেই পথে নামলেন ২০২২ প্রাথমিক টেট উত্তীর্ন চাকরিপ্রার্থীরা। হাতে প্রতীকী শিকল -তালা নিয়ে স্লোগান উঠলো “২০২২ টেটের নিয়োগ করো নয়তো শিক্ষাদপ্তর বন্ধ করো”। বিকাশভবনের দক্ষিণ গেটে প্রতীকী শিকল -তালা ঝুলিয়ে কয়েকশো চাকরিপ্রার্থী বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে পুলিশ এসে তাঁদের আটক করে থানায় নিয়ে যায়। প্রসঙ্গত রাজ্যে ২০১২, ২০১৪ ও ২০১৭ সালের টেট উত্তীর্নদের নিয়ে সর্বশেষ প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া হয়েছিল। ২০১৭ সালের পর ২০২২ সালে যে টেট পরীক্ষা হয় তাঁর নিয়োগের প্রক্রিয়া এখনও শুরু করা হয়নি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct