দেবাশীষ পাল , মালদা, আপনজন: প্রকাশ্য দিবালোকে চলল গুলি। দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ মালদার ইংরেজবাজার পৌরসভার ২২নং ওয়ার্ডের কাউন্সিলর তথা জেলা তৃণমূলের সহ সভাপতি দুলাল সরকার। প্রাথমিকভাবে জানা গেছে বৃহস্পতিবার প্রায় সকাল সারে ১০ নাগাত তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে বেরিয়ে নিজের প্লাইউডের কারখানার দিকে যাচ্ছিলেন দুলাল সরকার,ইংরেজ বাজারের নিমাসরাই এলাকায়।সেই সময়ই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় পিছনের দিক থেকে। চারজন দুষ্কৃতী দুটি বাইকে করে আসে বলে এলাকা সুত্রে খবর পিছন থেকে দুলাল সরকারকে লক্ষ করে এলোপাথাড়ি গুলি চালানো হয়।সেই সময় সামনে একটি দোকানে প্রাণে বাচার জন্য দৌড়ে পালায়। তাদের চার জন মুখ ঢাকা অবস্থায় তারা গুলি চালায়,তার মধ্যে গুলি লেগেছে দুলাল সরকারের মাথায় ও কাঁধে দোকান ঘরের মধ্যে লুটিয়ে পরে বলে জানাগিয়েছে ।তরিঘরি উদ্ধার করে তাকে,মালদা মেডিকেল কলেজ নিয়ে আসা হয়।হাসপাতালে অস্ত্রোপচার চলে। তৃণমূল কংগ্রেসের তরফে জানা গিয়েছে দুলাল সরকার মারা গিয়েছে।গোটা ঘটনা ঘিরে যথেষ্ট উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এলাকায়। কী কারণে দুলাল সরকারকে লক্ষ্য করে গুলি চালানো হল,খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকেরা। অন্য কোনও কারণ আছে কিনা সেটাও খতিয়ে দেখছেন পুলিশের তদন্তকারী আধিকারিকেরা ।ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা । গোটা পরিস্থিতি খতিয়ে দেখছেন তাঁরা । এলাকায় কোনও সিসিটিভি রয়েছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। গুলিবিদ্ধ হয়ে প্রয়াত তৃণমূলের সহ-সভাপতি বাবলা ওরফে দুলাল সরকার। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকেও কাউন্সিলরকে শ্যুটআউটের ঘটনায় মুখ খোলেন মুখ্যমন্ত্রী। এদিন নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, “আজ এসপির অপদার্থতার জন্য আমার কাউন্সিলর খুন হয়ে গেল। তাঁর সিকিউরিটিও তুলে নেওয়া হয়েছিল। আমি ব্যক্তিগতভাবে ওঁকে চিনতাম। আগেও তাঁকে অনেকবার অ্যাটাক করা হয়েছিল। দুর্ভাগ্য আমাদের। বর্ডার আর কালিয়াচক নিয়ে ব্যস্ত থাকলে জেলাক উন্নতি হবে না। ওনাদের নিরাপত্তা দিন।” এরপর মুখ্যমন্ত্রীর নির্দেশে দুষ্কৃতীদের হাতে নিহত মালদার তৃণমূল নেতা বাবলা সরকারকে দেখতে মালদায় যান রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বৃহস্পতিবার চারটা নাগাদ মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান নিহত তৃণমূল নেতাকে শেষ শ্রদ্ধা জানান এবং নিহত দুলাল সরকারে বাড়িতে যান মন্ত্রী ফিরহাদ হাকিম সহ জেলা নেতা মন্ত্রীরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct