আপনজন ডেস্ক: মাদক পাচারের মামলায় সৌদি আরবে দোষী সাব্যস্ত ছয় ইরানির মৃত্যুদণ্ড কার্যকরের তীব্র প্রতিবাদ জানিয়েছে ইরান। এ ঘটনায় তেহরানে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতকে তলব করেছে মাসুদ পেজেশকিয়ান সরকার। বুধবার (১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে প্রেস টিভি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার অ্যাফেয়ার্স অফিসের মহাপরিচালক করিমি শাসাতি বলেছেন, সৌদি রাষ্ট্রদূত ইসলামিক প্রজাতন্ত্রের কাছ থেকে কঠোর প্রতিবাদের একটি আনুষ্ঠানিক নোট পেয়েছেন। তিনি বলেন, সৌদি রাষ্ট্রদূতকে বলা হয়েছে মৃত্যুদণ্ড ইরান এবং সৌদি আরবের মধ্যে বিচারিক সহযোগিতার সামগ্রিক গতিপথের সাথে বেমানান। এটি প্রয়োজনীয় ব্যাখ্যা নিশ্চিত করতে হবে। শাসাতি বলেন, অভিযুক্ত ব্যক্তিদের বেশ কয়েক বছর আগে সৌদি বিচার বিভাগ মাদক পাচারের অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছিল। এই সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের কনস্যুলার পরিষেবা প্রদান এবং সাজা কমানোর জন্য অবিরাম প্রচেষ্টা চালিয়েছিল। ইরানি দূতাবাসকে কোনো পূর্ব নোটিশ ছাড়াই মৃত্যুদণ্ড কার্যকর করা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছে। একইসঙ্গে কনস্যুলার সম্পর্কের ভিয়েনা কনভেনশনসহ আন্তর্জাতিক আইনি মানদণ্ডের লঙ্ঘন হয়েছে বলে দাবি করেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct