আপনজন ডেস্ক: মাদক পাচারে জড়িত আফগানিস্তানের ৭২ নাগরিকের ফাঁসি দিয়েছে ইরান। ২০২৪ সালে আফগানিস্তানের এই নাগরিকদের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। ইরানের কেজেল হেসার কারাগারে বেশিরভাগ ফাঁসি দেওয়া হয়েছে। এদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন।
ইরানের মানবাধিকার সংস্থা জানিয়েছে, শুধু প্রাপ্তবয়স্ক আফগান নাগরিকদেরই মৃত্যুদণ্ড কার্যকর করেনি ইরান, এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। ২০২২ সালে ১৬ জন আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল ইরান। এরপরের বছর সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৫ জনে এবং ২০২৪ সালে ফাঁসি দেওয়া হয়েছে ৭২ জন আফগান নাগরিকের।
অপরাধ যতই গুরুতর হোক না কেন, এই ভাবে প্রকাশ্যে ফাঁসি দেওয়ার বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছে সেই দেশের বিভিন্ন মানবাধিকার সংগঠন। তবে তাতে কোন কাজ হয় নি।
ইরানের আইন অনুযায়ী, নিহতের পরিবার চাইলে ক্ষতিপূরণের বিনিময়ে খুনির সাজা মওকুফ করে দিতে পারে। অন্যদিকে শুধু খুন নয়, মাদক অপরাধে জড়িত ব্যক্তিদেরও মৃত্যদন্ড দেওয়া হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct