আপনজন ডেস্ক: ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট পার্লামেন্ট থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার তিনি এই ঘোষণা দেন। প্রায়শই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সরকারের কট্টরপন্থী সদস্যদের বিরুদ্ধে নিজস্ব মতামত প্রকাশ করা নিয়ে একাধিকবার আলোচনায় এসেছেন তিনি।
টেলিভিশনে দেওয়া একটি বিবৃতিতে গ্যালান্ট বলেছেন, যুদ্ধক্ষেত্রের মতো জনসেবার ক্ষেত্রেও মাঝেমধ্যে স্থির হয়ে পরিস্থিতি মূল্যায়ন করা ও লক্ষ্য অর্জনের জন্য একটি দিক বেছে নেয়া প্রয়োজন। গাজায় যুদ্ধ পরিচালনার পদ্ধতি নিয়ে দীর্ঘদিনের মতপার্থক্যের কারণে গ্যালান্টকে গত নভেম্বরে বরখাস্ত করেছিলেন নেতানিয়াহু। তবে নির্বাচিত পার্লামেন্ট সদস্য হিসেবে নেসেটে নিজের আসন ধরে রেখেছিলেন তিনি। প্রায়ই নেতানিয়াহু এবং তার কট্টর ডানপন্থী ও ধর্মীয় দলের জোটের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তেন গ্যালান্ট। এর মধ্যে ছিল আল্ট্রা-অর্থোডক্স ইহুদি পুরুষদের জন্য সামরিক সেবার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়ার মতো একটি বিতর্কিত বিষয়। ২০২৩ সালের মার্চ মাসে সুপ্রিম কোর্টের ক্ষমতা কমানোর উদ্দেশ্যে গৃহীত একটি বিতর্কিত সরকারী পরিকল্পনা স্থগিত করার আহ্বান জানানোর পর গ্যালান্টকে বরখাস্ত করেন নেতানিয়াহু। এতে গণবিক্ষোভ শুরু হয় ও নেতানিয়াহু তার সিদ্ধান্ত প্রত্যাহার করেন।
গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্যালান্ট, নেতানিয়াহু ও এক হামাস নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। অবশ্য এই পরোয়ানা ইসরায়েল প্রত্যাখ্যান করেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct