আপনজন ডেস্ক: ফিলিস্তিনে কাতারের আল জাজিরা টিভির সম্প্রচার সাময়িকভাবে স্থগিত করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। মূলত উস্কানিমূলক উপাদান সম্প্রচারের অভিযোগ তুলে আন্তর্জাতিক এই টিভির সম্প্রচার সাময়িকভাবে বন্ধ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। যদিও এই সিদ্ধান্ত গাজা ভূখণ্ডে কার্যকর হবে না। কেননা গাজা শাসন করে না ফিলিস্তিনি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।
ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, উস্কানিমূলক উপাদান প্রচারের কারণে সাময়িকভাবে আল জাজিরা টেলিভিশনের সম্প্রচারসহ ভূখণ্ডে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
এদিকে, আল জাজিরা বন্ধের এই আদেশে বলা হয়েছে যে, সিদ্ধান্তটি সাময়িক, কিন্তু অস্থায়ী এই আদেশ কবে শেষ হবে সেই তারিখ নির্দিষ্ট করে বলা হয়নি।
তবে, হামাস পরিচালিত গাজায় আল জাজিরা বন্ধের এই সিদ্ধান্ত কার্যকর হবে না বলে ধারণা করা হচ্ছে। কারণ গাজায় কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারে না ফিলিস্তিনি কর্তৃপক্ষ। অন্যদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে নিয়ন্ত্রণকারী দল ফাতাহ বলছে, আমাদের আরব মাতৃভূমি এবং বিশেষ করে ফিলিস্তিনে বিভাজন তৈরি করছে আল জাজিরা। এই টেলিভিশনকে সহযোগিতা না করার জন্য ফিলিস্তিনিদের উৎসাহিত করা হচ্ছে। এর আগে, গত বছরের সেপ্টেম্বরে পশ্চিম তীরের রামাল্লাহ শহরে আল জাজিরার ব্যুরোতে হামলা চালায় ইসরায়েল। সেই সময় এটি বন্ধেরও নির্দেশ দেয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct