আপনজন ডেস্ক: গুঞ্জন ছিল। শেষ পর্যন্ত সেটাই সত্যি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, আগামীকাল শুরু সিডনি টেস্টের একাদশে থাকছেন না ভারত অধিনায়ক। ব্যাট হাতে বাজে ফর্মের মধ্যে থাকা রোহিত অব্যাহত সমালোচনার মধ্যে নিজেকেই একাদশ থেকে বাদ দিয়েছেন। রোহিতের বদলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন সহ অধিনায়ক যশপ্রীত বুমরা।
ফাস্ট বোলার বুমরা এর আগে পার্থে সিরিজের প্রথম টেস্টেও অধিনায়কত্ব করেছিলেন। এখন পর্যন্ত হওয়া চার টেস্টের মধ্যে ভারত ওই একটি ম্যাচই জিতেছিল।
সিরিজ শুরুর ম্যাচে রোহিত ছিলেন না পারিবারিক কারণে অস্ট্রেলিয়ায় দেরিতে পৌঁছানোয়। শেষ টেস্টে থাকছেন না নিজের সিদ্ধান্তেই। এমন কিছুই যে হতে যাচ্ছে, সেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল সকালে ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের সংবাদ সম্মেলনেই। একাদশ নির্বাচনে অধিনায়কের নামটাই যেখানে আগে লেখা প্রচলিত নিয়ম, সেখানে তিনি রোহিত সিডনিতে খেলবেন কি না সেটাই নিশ্চিত করেননি।
বোর্ডার-গাভাস্কার সিরিজের শুরু থেকেই রোহিতের বাদ পড়া নিয়ে আলোচনা ছিল। কারণও ছিল বটে। ২০২৪ সালেই টেস্ট ক্যারিয়ারের সবচেয়ে খারাপ বছর কাটিয়েছেন রোহিত। ১৪ টেস্টে রান করেছিলেন ৬১৯, গড় ২৪.৭৬। অস্ট্রেলিয়া সফরে ৩ টেস্টে করেছেন মোট ৩১।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, রোহিত তাঁর সিদ্ধান্তের কথা কোচ গম্ভীর ও নির্বাচক অজিত আগারকারকে জানিয়ে দিয়েছেন। এই দুজনও তাঁর সিদ্ধান্ত মেনে নিয়েছেন।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, সর্বশেষ মেলবোর্ন টেস্টই হতে পারে ভারতের জার্সিতে রোহিতের শেষ টেস্ট। ভারত যদি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে তাহলে তাঁকে দলে বিবেচনা করা হবে কি না সেটা অনিশ্চিত।
সর্বশেষ মেলবোর্ন টেস্টই হতে পারে ভারতের জার্সিতে রোহিতের শেষ টেস্ট। ভারত যদি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে তাহলে তাঁকে দলে বিবেচনা করা হবে কি না সেটা অনিশ্চিত।
যদিও ফাইনাল খেলা এখন ভারতের জন্য বেশ কঠিনই বটে। কারণ, সিডনিতে সিরিজের শেষ টেস্টে অস্ট্রেলিয়াকে হারাতে না পারলে ফাইনালের দৌড় থেকে ছিটকে পড়বে ভারত। আবার এই টেস্ট জিতলেও অস্ট্রেলিয়ার-শ্রীলঙ্কা সিরিজের দিকে তাকিয়ে থাকতে হবে। আশা করতে হবে অস্ট্রেলিয়া যেন একটি ম্যাচও না জেতে।
সিডনিতে রোহিতের না খেলার সঙ্গে তুলনা হতে পারে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইক ডেনিসের। ১৯৭৪-৭৫ অ্যাশেজে বাজে পারফরম্যান্সের কারণ সিরিজের চতুর্থ টেস্টে নিজেকেই দলে রাখেননি ডেনিস। মজার ব্যাপার হলো, সেটিও ছিল সিডনিতেই।
আগামীকাল সিডনিতে বোর্ডার-গাভাস্কার ট্রফির পঞ্চম ও শেষ টেস্ট শুরু হবে ভোর সাড়ে ৫টায়। মেলবোর্নে ১৮৪ রানের জয়ে টেস্ট সিরিজে আপাতত ২-১ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct