আবদুল হাফিজ খান, হাওড়া, আপনজন: নতুন বছরের শুভ মুহূর্তে ২০২৫ কে স্বাগত জানিয়ে এলাকার মানুষের সুবিধার্থে হাওড়ার ওয়েস্ট কলকাতা মাল্টি স্পেশালিটি হসপিট্যালে অতিরিক্ত আরও পরিষেবা সমূহের উদ্বোধন হয়ে গেল বুধবার। ফিতে কেটে উদ্বোধন করলেন-পশ্চিম বঙ্গ মাইনোরিটি কমিশনের চেয়ারম্যান-আহমদ হাসান ইমরান। ইনডোর এডমিশন, ডে কেয়ার সুবিধা, বিভিন্ন ধরনের অপারেশনের সুবিধা যুক্ত হল এই পরিষেবা সমূহে। এছাড়াও ওয়েন্ট কলকাতা মাল্টি স্পেশালিটি হসপিট্যালের তত্ত্বাবধানে ওয়েস্ট কলকাতা চ্যারিটেবল ট্রাস্ট পরিচালিত চ্যারিটেবল আই সেন্টারও চলে এখানে। পরবর্তীতে চক্ষু অপারেশন ও ডায়ালিসিস-এর পরিষেবাও চালু হবে বলে হসপিটাল সূত্রে জানা যায়। সমস্ত পরিষেবাই চলছে হাওড়া খেজুরতলা বাসস্টপ, মুন্সিডাঙ্গা গাজী পাড়া, ইজতেমা মসজিদের সামনে।
এদিন ডা. আবিদ হোসেন জানান, বিনা পয়সায় চিকিৎসা করা যাবেনা। কিন্তু বিনা চিকিৎসায় এখান থেকে কেউ ফিরে যাবেনা। তবে ন্যায্য খরচটুকুই এখানে ধার্য্য করা হয়। আর দুঃস্থ অসহায় মানুষদের চিকিৎসা কোনো সহহৃদয় ব্যক্তির আর্থিক সহায়তায় অথবা ওয়েস্ট কলকাতা চ্যারিটেবল ট্রাষ্টের মাধ্যমে তার যথাযথ চিকিৎসা করা হবে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমজুরের বিধায়ক- কল্যাণ ঘোষ, সমাজসেবী সেখ নিজামউদ্দিন, ডাঃ এম. এন. হক, ডব্লুবিএসইআরসি-র সম্পাদক আরসাদ হোসেন ওয়ারমসি, ডা. আম্বিয়া প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct