নিজস্ব প্রতিবেদক, বারাসত, আপনজন: ‘আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে দেখতে চাই ।’ এমনটাই আশা ব্যক্ত করে তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করতে দলের প্রতিষ্ঠা দিবসে শপথ নিলেন হাড়োয়া বিধানসভার তৃণমূল নেতা ও দাদপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই ৷ বারাসাত-২ ব্লকের পাকদহ এলাকায় আব্দুল হাইয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস ৷
সেই কর্মসূচি থেকে সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আব্দুল হাই বলেন, ‘আমরা জানি এই ২০১১ সাল থেকে আজ ২০২৫ সাল, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আমাদেরকে এক সুতোয় বেধে রেখেছেন ৷ দেখতে দেখতে এতোটা বছর চলে গেল, আমাদের আশা আগামী দিন ভারতবর্ষের নেতৃত্ব দেবেন আমাদের নেত্রী পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷’ আব্দুল হাই আরও বলেন, ‘আজ দলের প্রতিষ্ঠা দিবস পালনের মধ্যে দিয়ে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দেওয়া হল, দল যেভাবে নির্দেশ দেবেন আমরা সেভাবেই এগিয়ে যাব ৷’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct