মাহমুদুল হাসান, খড়িবাড়ি, আপনজন: নতুন বছরে ৫০ বেডের নিউরো হসপিটালের শুভ উদ্বোধন হল রাজারহাটের হাড়োয়া খালে। উত্তর কলকাতার প্রথম নিউরো হাসপাতাল রাজারহাট ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স বা রিন্স এর ফিতে কেটে উদ্বোধন করা হল বুধবার। ডাক্তার সিদ্দিকী ফাউন্ডেশনের উদ্যোগে এই হাসপাতাল শুরু হলেও আগামীদিনে ১০০ বেডের করার পরিকল্পনা রয়েছে।
পাশাপাশি খুব শীঘ্রই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমেও চিকিৎসা পরিষেবা দেওয়া হবে বলে জানান রাজারহাট ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স হসপিটালের চেয়ারম্যান নিউরো সার্জন ডাক্তার সাফি ইকবাল সিদ্দিকী।
সাধ্যের মধ্যে সকলকে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে বলে তিনি জানান। ফাইভ স্টার চিকিৎসা পরিষেবা থ্রি স্টার মূল্যে দেওয়া হবে। সকলকে সঠিক চিকিৎসা পরিষেবা দেওয়ায় আমাদের মূল লক্ষ্য বলে তিনি জানান।
উল্লেখ্য, একই ছাদের তলায় রয়েছে মডিউলার অপারেসন থিয়েটার, মডার্ন নিউরো আইসিইউ, মালটি স্লাইস সিটি স্ক্যান, ২৪ ঘণ্টা ইমার্জেন্সী ও এম্বুলেন্স পরিষেবা, পৃথক পুরুষ ও মহিলা ওয়ার্ড, ফার্মেসি, প্যাথলজি তৎসহ ডায়াগনস্টিক সেন্টার।
এদিনের অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এস এন বসু, রাজারহাট থানার আইসি রেজাউল কবীর, ডা. মধুরিমা ঘোষ, ডা. রাজর্ষি খাস্তগীর, বারাসত দুই পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি সহ বিশিষ্টজনেরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct