নিজস্ব প্রতিবেদক, অরঙ্গাবাদ, আপনজন: পুলিশের চোখ এড়াতে এবার ভিন্ন কায়দায় গাঁজা পাচারের চেষ্টা! ইন্ডাস্ট্রিয়াল ব্যাগে রোল করে গাঁজা পাচার করার সময় মুর্শিদাবাদের সুতি থানার চাঁদের মোড় টোলট্যাক্স এর কাছে গ্রেপ্তার সোপা মন্ডল এবং দীপঙ্কর মন্ডল নামে দুই যুবক। ধৃতদের কাছ থেকে ৩৩ কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছে জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সুতি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত সোপা মন্ডল এর বাড়ি মুর্শিদাবাদের জিয়াগঞ্জ এবং দীপঙ্কর মন্ডলের বাড়ি মুর্শিদাবাদের রানিতলায় এলাকায়। কোথা থেকে গাজাগুলো নিয়ে এসে কাকে সাপ্লাই দেওয়ার উদ্দেশ্যে চাঁদের মোড়ে দাঁড়িয়ে ছিল ধৃতরা, তা তদন্ত করে দেখছে সুতি থানা পুলিশ। এদিকে ব্যাগে করে ভিন্ন কায়দায় গাঁজা পাচারের চেষ্টা করেও সুতি থানা পুলিশের কাছে ব্যর্থ হয় পাচারকারীরা। সূত্রের খবর, বারংবার পুলিশের কাছে ধরা পড়ে যাওয়ায় এবার ভিন্ন কায়দায় গাঁজা পাচারের চেষ্টা করছিল ধৃতরা। যদিও ইন্ডাস্ট্রিয়াল ব্যাগে রোল করে গাঁজা পাচার করতে গিয়েও পুলিশের কাছে ধরা পড়লো সোপা মন্ডল এবং দীপঙ্কর মন্ডল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct