আসিফ রনি, মুর্শিদাবাদ, আপনজন: মন্ত্রী ও এলাকার বিধায়ক রাস্তায় নেমে পথচারীদের মিষ্টিমুখ করাচ্ছেন। কারও মুখে তুলে দিচ্ছেন কেক। উপলক্ষ তৃণমূল কংগ্রেসের জন্মদিন পালন। রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজামানের বিধানসভা এলাকায় বুধবার সকাল থেকে দিন ভোর ঠাসা কর্মসূচী। চার কিলোমিটার পদযাত্রা থেকে হাসপাতালে ফল বিতরণ। সরকারের নানান কর্মসূচীর সপক্ষে জনসংযোগের নানান উপকরন নিয়ে হাজির তৃণমুল নেতা কর্মীরা। জঙ্গীপুরের সংসদকে সাথে নিয়ে কেক কাটলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।
পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। এবার ২৮তম পালন করল তৃণমূল কংগ্রেস। এদিন প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামানের উদ্যোগে একাধিক কর্মসূচি নেওয়া হয়। এদিন সকালে সম্মতিনগর দলীয় কার্যালয়ে কেক কেটে ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পালন করা হয় প্রতিষ্ঠা দিবস, সেইসঙ্গে পথ চলতি মানুষদের মিষ্টিমুখ করানো হয়।
অন্যদিকে প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখেই এক বর্ণনাট্য শোভাযাত্রার আয়োজন করা হয়। কয়েক হাজার মানুষের সমাগমে রঘুনাথগঞ্জের নবজোয়ারে রূপান্তরিত হয় পদযাত্রা। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প লক্ষ্মীভান্ডার থেকে শুরু করে স্বাস্থ্য সাথী একাধিক বিষয়কে তুলে ধরা হয় শোভাযাত্রা থেকে। সম্মতিনগর বাজার থেকে মহালদারপাড়া পর্যন্ত প্রায় চার কিলোমিটারের পদযাত্রায় অংশ নেন মহিলারাও।
সবশেষে এদিনের পদযাত্রা শেষে তেঘড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের ফল ও কম্বল বিতরণ করেন তিনি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct