জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া, আপনজন: সৌন্দর্য পিয়াসীদের কাছে স্বর্গরাজ্য পুরুলিয়ার অযোধ্যা পাহাড় । অযোধ্যা পাহাড় শ্রেণিকে ঘিরে থাকা এমন অসংখ্য সুন্দর দ্রষ্টব্য রয়েছে এখনও। সুন্দরী অপরূপ পাহাড়ের এই প্রকৃতিতে পর্যটক আকর্ষণ করে নিজেদের জীবিকার খোঁজ করছেন স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের বেশ কিছু মানুষজন । প্রকৃতিকে ছুঁতে চাইলে যোগাযোগ করতে পারেন এদের সঙ্গে ।
এদের কাছেই মিলবে পথের দিশা ও সঠিক পরামর্শ।বছরের প্রথম দিনে হাড় কাঁপানো শীতকে উপেক্ষা করেই পিকনিকের আমেজে বর্ষবরণে মেতে উঠল পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। এদিন ভিন্ন জেলার পাশাপাশি পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্য থেকে আগত পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। জেলার পিকনিক স্পট ও পর্যটনকেন্দ্র গুলিতে আসা পর্যটকদের নিরাপত্তার জন্য সকাল থেকে প্রশাসনের তরফে পর্যাপ্ত পুলিস ও সিভিক ভলান্টিয়ার দিয়ে মুড়ে ফেলা হয়েছিল ।
এদিন সকাল থেকেই অযোধ্যা পাহাড় সহ পুরুলিয়া জেলার অন্যান্য পিকনিক স্পটগুলিতে কার্যত তিল ধারণের জায়গা ছিল না।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অযোধ্যা পাহাড়তলির লহরিয়া এলাকায় এদিন ভোর বেলা থেকে পর্যটকরা বাসে করে আসতে শুরু করেন। শুধুমাত্র ওই এলাকাতেই পর্যটকদের শতাধিক বাস রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসে।
এছাড়াও আপার ড্যাম এলাকাতেও এদিন অসংখ্য ছোট গাড়ি করে জেলার বিভিন্ন প্রান্তের বাসিন্দারা এসে পিকনিকে মেতে ওঠেন। অযোধ্যা পাহাড় ছাড়াও জয়চণ্ডী পাহাড়, গড়পঞ্চকোট, ঝালদার নরাহাড়া জলাধার, সহ জেলার বিভিন্ন প্রান্তের পর্যটন কেন্দ্রগুলিতে ভিড় ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি পুরুলিয়া শহর সংলগ্ন কাঁসাই নদীর একাধিক জায়গায়ও স্থানীয় বাসিন্দারা পিকনিকে মেতে ওঠেন।
সব মিলিয়ে বছরের প্রথম দিন উৎসবের চেহারা নেয় পিকনিক স্পটগুলি।
ঝাড়খণ্ড থেকে আসা এক পর্যটক নিতেশ কুমার বলেন, প্রাকৃতিক মনোরম পরিবেশে ঘেরা অযোধ্যা পাহাড় পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ । পাহাড়ের বেশ কয়েকটা জায়গা ঘিরে খুব আনন্দ পেলাম । এদিন সন্ধ্যা ছয়টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী কোথাও কোনও রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct