আব্দুস সামাদ মন্ডল, বাঁকুড়া, আপনজন: নুতনগ্রাম আহম্মেদিয়া হাই মাদ্রাসার সহ শিক্ষক প্রদীপ কুমার বাগদি শিক্ষকতা থেকে অবসর গ্রহণ উপলক্ষে মাদ্রাসার পক্ষ থেকে মাদ্রাসা ক্যাম্পাসেই বিদায় সম্বর্ধনার আয়োজন করা হয় বছরের শেষ দিন।
তিনি এই মাদ্রাসায় দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে শিক্ষাদানের সঙ্গে নিয়োজিত ছিল।
আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন জেলা বিদ্যালয় পরিদর্শক পীযূষ কান্তি বেরা। বিশেষ অতিথির আসন অলংকৃত করেন সহকরি বিদ্যালয় পরিদর্শক সুশোভন মন্ডল ও অবর বিদ্যালয় পরিদর্শক সোমনাথ মুখার্জি।
প্রধান অতিথির বক্তব্যে ডি আই পীযূষ কান্তি বেরাসামগ্রিক ভাবে শিক্ষার প্রসারে মাদ্রাসার ভূমিকা ও ছাত্র ছাত্রীদের মায়ের ভূমিকার গুরুত্ব উল্লেখ করেন।
সোমনাথ বাবু মাদ্রাসার শিক্ষকদের কর্মসংস্কৃতির ভূয়সী প্রশংসা করেন। মাদ্রাসার পক্ষ থেকে মাদ্রাসার এই বছরের বার্ষিক পরীক্ষায় পঞ্চম থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের প্রথম , দ্বিতীয় ও তৃতীয় স্থানধিকারী ছাত্র ছাত্রীদের পুরস্কৃত করা হয়। পুরস্কার গুলি ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেন সহকারি বিদ্যালয় পরিদর্শক দর্শক সুশোভন মন্ডল।
প্রদীপবাবু বলেন আমি দীর্ঘদিন মাদ্রাসায় শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলাম কোথাও দেখিনি যে মাদ্রাসায় অপরাধমূলক কাজ তো দূরের কথা তার লেশমাত্র নেই। আমি এই মাদ্রাসা এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের সারা জীবন মনে রাখব তারা দেশের উজ্জ্বল ভবিষ্যৎ হয়ে উঠুক, এই কামনাও করি।
প্রিয় শিক্ষকের বিদায় জাাননোর অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মনমরা হতে দেখা যায়।অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন রাজপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব আব্দুল আজিজ আলম , বাদুলাড়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব আজিজুল আলম খান, চাঁদাই বার হাজারী সম্মিলনী হাই মাদ্রাসার প্রধান শিক্ষক সন্দীপ পাত্র, নুতনগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান পাত্র,পাহাড়পুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বেলাল সাহেব ও মাদ্রাসার ভূতপূর্ব শিক্ষক ও শিক্ষকর্মী গণ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় মাদরাসার প্রধান শিক্ষক সঞ্জয় মহান্তি মাদ্রাসায় উপস্থিত থাকার জন্য ডি আই ও এ.আই সহ সকল অতিথিদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র ছাত্রীদের বিদায়ী শিক্ষকের প্রতি অকুন্ঠ ভালবাসার বহিঃপ্রকাশ ছিল নজরকাড়ার মতো। এই উপলক্ষে ্ো দিন সকল ছাত্র ছাত্রীদের জন্য স্পেশাল মিড ডে মিলের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদরাসার দুই সহ শিক্ষক সুভাষ গোস্বামী ও আমজাদ আলি মোল্লা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct