আপনজন ডেস্ক: কয়েক দশক ধরে সামরিক উপস্থিতির পর চলতি মাসে ফরাসি সেনারা আইভরি কোস্ট ছাড়বে। মালি, বুরকিনা ফাসো ও নাইজারের পর পশ্চিম আফ্রিকার সর্বশেষ দেশ হিসেবে ফরাসি সেনাদের সরিয়ে দিল আইভরি কোস্ট। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট আলাসানে ওয়াত্তারা বলেন, আবিদজানের পোর্ট-বোয়েটে ৪৩তম বিআইএমএ মেরিন ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন (যেখানে ফরাসি সেনারা অবস্থান করছিল) ২০২৫ সালের জানুয়ারি থেকে আইভরি কোস্টের সশস্ত্র বাহিনীর কাছে হস্তান্তর করা হবে।
তিনি বলেন, আমরা আমাদের সেনাবাহিনীকে নিয়ে গর্ব করতে পারি, যার আধুনিকীকরণ এখন কার্যকর। এই প্রেক্ষাপটে আমরা আইভরি কোস্ট থেকে ফরাসি বাহিনীকে সমন্বিত ও সংগঠিতভাবে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।
১৯৬০-এর দশকে গণভোটে পশ্চিম পশ্চিম আফ্রিকায় ঔপনিবেশিক শাসনের অবসান ঘটানো ফ্রান্সের প্রায় এক হাজার সেনা এখনো আইভরি কোস্টে রয়েছে। এদিকে গত নভেম্বরে কয়েক ঘণ্টার মধ্যে সেনেগাল এবং চাদ তাদের মাটি থেকে ফরাসি সৈন্যদের চলে যাওয়ার ঘোষণা দেয়। ঔপনিবেশিক শাসনের অবসানের পর থেকে ফ্রান্স এখন আফ্রিকার ৭০ শতাংশেরও বেশি দেশ থেকে বিতাড়িত হয়েছে, যেখানে তার সৈন্য উপস্থিতি ছিল। ফরাসিরা কেবল জিবুতিতে ১,৫০০ সৈন্য নিয়ে এবং গ্যাবনে ৩৫০ জন কর্মী নিয়ে রয়ে গেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct