আপনজন ডেস্ক: সৌদি আরব ছয়জন ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। তাদের মাদক চোরাচালানের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল। সরকারি সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে এএফপি বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
এসপিএ প্রকাশিত এক বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটির উপসাগরীয় উপকূলে দাম্মাম এলাকায় এই ইরানিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
তাদের বিরুদ্ধে ‘গোপনে হাশিশ’ সৌদি আরবে প্রবেশ করানোর অভিযোগ ছিল। তবে মৃত্যুদণ্ড কার্যকরের সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি। দেশটিতে দুই বছর আগে মাদকসংশ্লিষ্ট অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ শেষ হওয়ার পর থেকে এ ধরনের মৃত্যুদণ্ডের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এএফপির পরিসংখ্যান অনুসারে, ২০২৪ সালে সৌদি আরব মাদক চোরাচালানের অভিযোগে ১১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে।
এ ছাড়া ২০২৩ সালে দেশটির কর্তৃপক্ষ মাদকবিরোধী ব্যাপক অভিযান ও ধরপাকড় শুরু করে।
এদিকে ২০১৬ সালে সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়। শিয়া আলেম নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের পর তেহরানে সৌদি দূতাবাস ও মাশহাদে কনস্যুলেটে বিক্ষোভকারীদের হামলার জেরে এই সম্পর্কের অবনতি ঘটে। তবে ২০২৩ সালের মার্চ মাসে চীনের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপিত হয়। আমনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে সৌদি আরব বিশ্বের তৃতীয় স্থানে ছিল, চীন ও ইরানের পরেই। বিংশ শতাব্দীর নব্বইয়ের দশক থেকে দেশটিতে মৃত্যুদণ্ডসংক্রান্ত তথ্য নথিভুক্ত করে আসছে এই মানবাধিকার সংস্থা। মানবাধিকার সংস্থাগুলো নিয়মিতভাবে সৌদি আরবে সাজা হিসেবে মৃত্যুদণ্ডের ব্যবহার নিয়ে সমালোচনা করে থাকে। তবে সৌদি কর্তৃপক্ষের দাবি, জনশৃঙ্খলা বজায় রাখতে মৃত্যুদণ্ড অপরিহার্য এবং এটি কেবল সব ধরনের আপিল প্রক্রিয়া শেষ হওয়ার পরই কার্যকর করা হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct