সুব্রত রায়, কলকাতা, আপনজন: আমি বিশ্বাস করি নেত্রীর আন্দোলন। নেত্রী নিজেকে ক্ষয় করে ধীরে ধীরে দলটাকে তৈরি করেছে। বহু গরীব মানুষের আশা হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে সাধারণ মানুষ সমর্থন করে। তৃণমূল কংগ্রেসের বড় বড় থিওরি নেই। আমাদের শুধু একটাই নীতি, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। বুধবার তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে এই বার্তা দিলেন ফিরহাদ হাকিম। তিনি বলেন,আমরা সিঙ্গুর, নন্দীগ্রাম জানি। তার আগেও অনেক আন্দোলন রয়েছে। দীর্ঘ ইতিহাস নিয়েই তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে। মমতা ব্যানার্জি যে বেঁচে আছেন সেটাই আশ্চর্য। তাঁর ওপর যেভাবে আক্রমণ হয়েছে।ইতিহাস ভুলে গেলে চলবে না। নেত্রীর সংগ্রাম ভুলে গেলে চলবে না। বিরোধী দল বিজেপিকে নিশানা করে ফিরহাদ বলেন,
বিজেপির প্যানিক দিবস চলছে।কুৎসা শেষ কথা বলবে না। এটা করতে যাচ্ছে বলে বছরের পর বছর ওরা পরাজিত হয়েই যাচ্ছে। আমরা পার্টির তরফ থেকে যে কাজ করি সেখানে আমরা কোন দল সেটা দেখি না।আমার চোখের সামনে চারটে প্রজন্ম তৃণমূল কংগ্রেসের আছে। যে আন্দোলন আমি দেখেছি সেই আন্দোলন আমার মেয়ে দেখেনি। আমার কাজ সেই আন্দোলন মনে করিয়ে দেওয়া।আজকে এমন অবস্থা যে শিয়ালদহ স্টেশন থেকে ঢিল মারলে তারাও তৃণমূল করছেন।আঠা গরম আছে তাদের বোঝাতে হবে। তৃণমূলের নতুন দল প্রসঙ্গে এটা একটা ভুয়ো খবর। এই নিয়ে প্রশ্ন করা উচিত নয়। আপনার কাছে কোনও প্রমাণ নেই। মন্তব্য ফিরহাদের। ধর্ম নিরপেক্ষতা প্রসঙ্গে ফিরহাদের মন্তব্য, সেক্যুলারিজমের মধ্যে দিয়েই আমার জন্ম। ৮৫ সালে পুলিশের মার। বাংলা দল আবার জিতেছে। সঞ্জয় সেনকে অভিনন্দন জানাই।তৃণমূল কংগ্রেস মানে পাওয়ারে এলাম। পাওয়ারে থাকলাম, পুলিশ স্যালুট করছে। তৃণমূল নেতা হাঁটলে তার পিছনে এমনিতেই ১০০ টা করে লোক ঘুরে বেড়াচ্ছে। তৃণমূল কংগ্রেস মানে তা নয়।তৃণমূল কংগ্রেস মানে আত্মত্যাগ। আমরা সর্ব ধর্ম সমন্বয়ে বিশ্বাস করি।আমার বক্তব্য থেকে একটা লাইন দেখায়।ববি হাকিম সাম্প্রদায়িক।ববি হাকিমের মৃত্যু হয়ে যাবে সাম্প্রদায়িক হবে না। আমি হিন্দু সাম্প্রদায়িকতাকে গৃণা করি, মৈুসলিম সাম্প্রদায়িকতাকেও ঘৃণা করি। আমার মৃত্যুর পর ৬ ফুট মাটির তলায় দেহ মিশে যাবে। ভারতের মাটিতে মিশবে। আমি কি ভারতীয় নই, প্রশ্ন ফিরহাদের। আজকে একটাই স্লোগান কমিউনালিজম হটাও দেশ বাঁচাও। ময়ূরপঙ্খী কাককে কেউ বিশ্বাস করেনা।যে আদর্শ নিয়ে জন্মেছ সেই নিয়ে কাজ করো।বিরোধী দলনেতা কে রাজনৈতিক নিশানা করেন ফিরহাদ হাকিম। তাঁর দাবি দেশের মুক্তির পথ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct