আপনজন ডেস্ক: সুখের সংসারই ছিল ভারতের! তবে নিউজিল্যান্ড সিরিজের পর অস্ট্রেলিয়া সিরিজে প্রত্যাশামতো ফল না পাওয়ায় সেই সংসার এখন অনেকটাই এলোমেলো। ঢাকঢোল পিটিয়ে যে গৌতম গম্ভীরকে ভারতের দায়িত্ব দেওয়া হলো, তিনিই নাকি এখন অতিষ্ঠ। ড্রেসিংরুমে তিনি বলেছেন—‘অনেক হয়েছে...’, জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম।
গম্ভীর অনেক কিছু দেখে ফেলেছেন মানে এই নয় যে দায়িত্ব ছাড়ছেন!
বরং তিনি এখন থেকে ব্যাটসম্যানদের ওপর তদারকি আরও বাড়াবেন। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ড্রেসিংরুমে দেওয়া বক্তব্যে কোনো খেলোয়াড়ের নাম উল্লেখ না করলেও ম্যাচের পরিস্থিতি ভুলে গিয়ে ‘ন্যাচারাল গেমের’ নামে খেলে আউট হওয়া ব্যাটসম্যানদের ওপর ক্ষোভ ঝেড়েছেন গম্ভীর।
এখন থেকে দলের প্রয়োজন অনুযায়ী না খেললে তাঁকে বিদায়ের হুমকিও দিয়েছেন ভারতের প্রধান কোচ। গম্ভীর বাংলাদেশ সিরিজের পর থেকে ভারতীয় ব্যাটসম্যানদের ব্যর্থতার চিত্রও তুলে ধরেন।
বোর্ডার–গাভাস্কার ট্রফিতে ভারতীয় ব্যাটসম্যানদের উইকেট ছুড়ে আসার উদাহরণ অনেক। মেলবোর্ন টেস্টের শেষ দিনে লাঞ্চের আগে স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে আউট হন কোহলি। একই টেস্টে ঋষভ পন্ত দুই ইনিংসেই প্রশ্নবিদ্ধভাবে আউট হয়েছেন।
প্রথম ইনিংসে এই বাঁহাতি আউট হন ল্যাপ শটে আর দ্বিতীয় ইনিংসে পার্টটাইম স্পিনার ট্রাভিস হেডের বলে লং অনে ক্যাচ দেন। প্রথম ইনিংসে স্কট বোল্যান্ডের বলে পন্ত ফাইন লেগের ওপর দিয়ে বড় শট খেলতে গিয়ে আউট হওয়ার পর সুনীল গাভাস্কার রাগে–ক্ষোভে পন্তকে স্টুপিডও বলেন। এই খেলোয়াড়দের যিনি বোঝাবেন, সেই অধিনায়ক নিজেই তো ফর্মে নেই। রোহিত শর্মা অস্ট্রেলিয়া সিরিজে এখন পর্যন্ত ৩ টেস্ট খেলে রান করেছেন ৩১। মেলবোর্ন টেস্টের দ্বিতীয় ইনিংসে ৮৪ রানে ব্যাটিং করা যশস্বী জয়সোয়াল ফিল্ডার বাইরে থাকার পরও পুল খেলতে যান। হালকা ব্যাট ছুঁয়ে যে বলটি যায় উইকেটকিপার অ্যালেক্স ক্যারির হাতে। ইন্ডিয়ান এক্সপ্রেস কয়েকটি সূত্রের মাধ্যমে নিশ্চিত করেছে, ভারতীয় দলের ড্রেসিংরুম এখন স্বস্তিকর জায়গায় নেই। এমন পরিস্থিতি অবশ্য অস্ট্রেলিয়া সিরিজের আগে থেকেই চলছে। জানা গেছে, কোচ গম্ভীর চেতশ্বর পূজারাকে বোর্ডার–গাভাস্কার ট্রফিতে চেয়েছিলেন। কিন্তু নির্বাচকেরা তাতে রাজি হননি। পার্থ টেস্টে জয়ের পরও পূজারার কথা নাকি বলেছেন গম্ভীর।
রোহিত সিরিজের প্রথম টেস্টে পারিবারিক কারণে ছিলেন না। যোগ দেন অ্যাডিলেড টেস্ট দিয়ে। গুরুত্বপূর্ণ এই সিরিজে দলে ফর্মে না থাকা রোহিতের পরে যোগ দেওয়া দলকে আরও বিপাকে ফেলেছে। জানা গেছে, দলে আরও কয়েকজন ক্রিকেটার আছেন, যাঁরা প্রকাশ্যে নেতৃত্ব নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, এই সিরিজ শেষেই নিজের টেস্ট ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন রোহিত। এই সময় একজন সিনিয়র ক্রিকেটার নাকি নিজেকে সমস্যার সমাধানকারী হিসেবে দেখানোর চেষ্টা করছেন। এই সিনিয়র ক্রিকেটার মনে করেন, তরুণ ক্রিকেটাররা দায়িত্ব নেওয়ার জন্য এখনো প্রস্তুত নন। রোহিতের জায়গায় তিনি অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিতে পারেন। সংবাদমাধ্যমটি অবশ্য ওই সিনিয়র ক্রিকেটারের নাম প্রকাশ করেনি।
বোর্ডার–গাভাস্কার সিরিজের দ্বিতীয় টেস্টের পর হঠাৎ করেই অবসরের ঘোষণা দেন অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, যা নিয়ে অশ্বিনের বাবা দাবি করেছিলেন, অপমানিত হওয়ার কারণেই অশ্বিন অবসর নিয়েছেন। এ নিয়ে অশ্বিন কোনো কথা না বললেও হঠাৎ তিনি কেন খেলা ছাড়লেন, এ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। সব মিলিয়ে ভারতীয় ক্রিকেটে এখন অনেকটাই অস্থিরতা। এ থেকে বের হতে তাদের প্রয়োজন অন্তত সিডনি টেস্টে জয়। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকতেও যে এই জয়ের কোনো বিকল্প নেই।
এই মুহূর্তে ৫ টেস্টের বোর্ডার–গাভাস্কার ট্রফিতে ২–১ ব্যবধানে পিছিয়ে ভারত।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct