আপনজন ডেস্ক: রাজস্থানের কোটপুতলি-বেহরোর জেলায় ১৫০ ফুট গভীর কুয়োয় পড়ে যাওয়া তিন বছরের এক শিশুকন্যাকে এনডিআরএফ ও এসডিআরএফ দলের ১০ দিনের উদ্ধার অভিযানের পর বুধবার অচেতন অবস্থায় বের করে আনা হয়।
কিন্তু চেতনা নামে ওই নাবালিকাকে হাসপাতালের চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
এনডিআরএফ টিমের ইনচার্জ যোগেশ মীনা জানিয়েছেন, মেয়েটিকে যখন বের করে আনা হয়, তখন তার শরীরে কোনও নড়াচড়া ছিল না।
চেতনাকে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে কোটপুটলির বিডিএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকদের একটি দল তাকে মৃত ঘোষণা করে। গত ২৩ ডিসেম্বর সারুন্দ থানা এলাকার বাদিয়ালি ধানিতে বাবার কৃষি জমিতে খেলতে গিয়ে কুয়োয় পড়ে যায় শিশুটি। প্রাথমিকভাবে একটি আংটার সাহায্যে মেয়েটিকে বোরওয়েল থেকে বের করে আনার চেষ্টা করা হলেও সব চেষ্টাই ব্যর্থ হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct