আপনজন ডেস্ক: বিহারের বিহপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক ইঞ্জিনিয়ার শৈলেন্দ্রর সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে বিহারের রাজনৈতিক মহলে। বিশেষ করে মুসলিম সম্প্রদায় সম্পর্কে এই আইনপ্রণেতার মন্তব্য রাজনৈতিক ঝড় তুলেছে এবং ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
রবিবার নিজের নির্বাচনী এলাকায় এক জনসভায় ভাষণ দেওয়ার সময় শৈলেন্দ্র খোলাখুলিভাবে বলেন, তিনি মুসলিমদের ভোট গ্রহণ করার চেয়ে নির্বাচনে হেরে যাওয়া পছন্দ করবেন। তিনি বলেন, আমরা আমাদের বক্তব্যে অটল রয়েছি। এতে দোষের কিছু নেই। মুসলিম সম্প্রদায়ের ভোটের ধরন নিয়ে অসন্তোষের কথা উল্লেখ করে বিধায়ক ঘোষণা করেন, আমরা মুসলিম ভোট চাই না।
শৈলেন্দ্র আরও জোর দিয়ে বলেন, গত এক দশক ধরে এই অঞ্চলে তার দলের কাজ সত্ত্বেও, ট্রান্সফর্মার এবং রাস্তার পরিকাঠামো সরবরাহ করা সত্ত্বেও মুসলিম সম্প্রদায় তাকে ভোট দিয়ে সমর্থন করতে ব্যর্থ হয়েছে। মুসলিম ভোটারদের বিরুদ্ধে এই বিতর্কিত অবস্থান বিভিন্ন রাজনৈতিক মহল থেকে উল্লেখযোগ্য প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। শৈলেন্দ্রর মন্তব্যকে অনেকে বিভাজনমূলক বলে মনে করেছিলেন এবং ভোটারদের মেরুকরণের লক্ষ্যে ছিলেন। বিজেপি বিধায়ক রাষ্ট্রীয় জনতা দলকে (আরজেডি) নিশানা করে দাবি করেন, আরজেডিই একমাত্র দল যারা মুসলিম সম্প্রদায়ের সমর্থন পেয়েছে। এখানেই থেমে থাকেননি শৈলেন্দ্র।তিনি জনসংখ্যা নিয়ন্ত্রণের বিষয়ে একটি উস্কানিমূলক বিবৃতিও দিয়েছিলেন, পরামর্শ দিয়েছিলেন যে হিন্দুদের একটি সন্তান রয়েছে, মুসলমানদের বৃহত্তর পরিবার রয়েছে। তিনি মুসলমানদের জনসংখ্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা বাস্তবায়নের আহ্বান জানান, যা আরও ক্ষোভের জন্ম দিয়েছে। এছাড়া, শৈলেন্দ্র বলেন, ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনে বিরোধীদের হারাতে ওবিসি ও হিন্দু সম্প্রদায়ই নেতৃত্ব দেবে, বিশেষ করে আরজেডিকে নিশানা করে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct