চন্দনা বন্দ্যোপাধ্যায় ও হাসান লস্কর , কুলতলি, আপনজন: সুন্দরবনের মৎস্যজীবীদের ন্যায্য পাওনার দাবিতে ও জীবন জীবিকার অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্রের বিরুদ্ধে এপিডিআরের দক্ষিন ২৪ পরগনা জেলা কমিটির উদ্যোগে প্রতিবাদ সভা হয়ে গেল মঙ্গলবার বিকালে কুলতলি বিধানসভার মৈপীঠ উপকূল থানার পেটকুলচাঁদ এলাকায়। এদিন এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন এপিডিআরের রাজ্যে সাধারণ সম্পাদক রঞ্জিত শূর, এপিডিআরের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক আলতাফ আহমেদ, এপিডিআরের দ:২৪ পরগনা জেলা কমিটির সহ সম্পাদক মিঠুন মন্ডল,সোনারপুর শাখা সম্পাদক দেবাশীষ ভট্টাচার্য, শুভ্র মল্লিক সহ আরো অনেকে।
এদিন এই প্রতিবাদ সভায় অংশ নিয়ে এপিডিআরের রাজ্যে সাধারণ সম্পাদক রঞ্জিত শূর বলেন,
সুন্দরবনের মৎস্যজীবীদের উৎখাত করতে বদ্ধপরিকর এই সরকার।
উল্লেখ্য, দেউলবাড়ির মৎস্যজীবী আবুরালি মোল্লা সুন্দরবনের জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে মৃত্যু হলেও এখনো পর্যন্ত তার মৃত দেহটি পাওয়া যায়নি। নবম শ্রেণীর ছাত্র বৈকুণ্ঠপুরের রাহুল হালদার- বাড়ির পাশে রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় বাঘ তার উপরে ঝাঁপিয়ে পড়ে, এখনো সে গুরুতর অসুস্থ । মৈপিঠের বন্যধর মণ্ডল কয়েক দিন আগে সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে মারা যান। কুলতলির দেউলবাড়ী, গুড়গুড়িয়া, গৌড়ের চক বৈকুন্ঠপুর সহ একাধিক এলাকায় প্রতিনিয়ত গ্ৰামে বাঘের আতঙ্ক। বনদপ্তর কিছুই ব্যবস্থা নিচ্ছে না অভিযোগ তুলে মানবাধিকার সংগঠনের মঙ্গলবার রাস্তায়-কুলতলিতে এপিডিআর আন্দোলনে নামে। মানবাধিকার সংগঠন এপিডিআরের সহযোগিতায় কাঁটামারির দিলীপ সরদার ও মৈপিঠ নগেনাবাদের অমল দন্ডপাঠ হাইকোর্টের রায়ে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ পেয়েছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct