নিজস্ব প্রতিবেদক , কেশপুর, আপনজন: মঙ্গলবার সকালে বাড়ি থেকে বেরোনোর মুখে অতর্কিত হাতির হামলায় মৃত্যু হয়েছে কেশপুরের সলিডিহা গ্রামের ৬৫ বছরের প্রৌঢ় নিমাই ভুঁইয়ার। ওই গ্রামে আহত হয়েছেন আরো এক মহিলা। তিনি মেদিনীপুর হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার দুপুরের পর প্রশাসনিক সহযোগিতা নিয়ে বাইকে করেই মৃতের পরিবারের কাছে ছুটে গেলেন কেশপুরের বিডিও কৌশিশ রায়। পরিবারের সঙ্গে কথা বলে বিভিন্ন রকম সহযোগিতা দেওয়া হয়েছে। কেশপুরের বিডিও জানিয়েছেন, পরিবারকে সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রীর পাঠানো কিট, কিছুটা আর্থিক সাহায্য, ও আরো অন্যান্য সামগ্রী প্রাথমিকভাবে পরিবারকে দেওয়া হয়েছে। এরপর বনদপ্তরের পক্ষ থেকে নিয়ম অনুসারে যা আর্থিক সহযোগিতা বা সুযোগ রয়েছে সেগুলো দেওয়া হবে। আমরা এই পরিবারের পাশে সব সময় থাকছি। জেলাশাসক সমস্ত রকম সহযোগিতার নির্দেশ দিয়েছেন পরিবারকে।
এই ঘটনার পর বনদপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় পদ্ধতিগত কাজকর্ম শুরু হয়েছে। জেলার বন বিভাগের আধিকারিক এর কাছে মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের চেক এর জন্য জানিয়ে দিয়েছেন স্থানীয় বনদপ্তর এর আধিকারিকরা। নিয়ম অনুসারে মৃতের পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার ব্যবস্থা রয়েছে। বুধবারের মধ্যে সেই বনদপ্তরের দেওয়া আর্থিক সাহায্য ও সরকারি নিয়ম অনুসারে সুবিধা তুলে দেওয়া হবে বলে বনদপ্তরের আধিকারিকরা জানিয়েছেন মঙ্গলবার সন্ধ্যায়। কেশপুরের বিডিও জানিয়েছেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। এই ধরনের ঘটনা পরবর্তীকালে যাতে আর না ঘটে সেজন্য যা যা পদক্ষেপ নেওয়ার তা শুরু হয়েছে। প্রশাসনিকভাবে নেওয়ার সাথে সাথে বনদপ্তরকে জানিয়ে দেওয়া হয়েছে হাতিকে পুরোপুরি এই এলাকা থেকে সরানোর জন্য। আহতদেরও নিয়ম অনুসারে সহযোগিতা দেওয়া হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct