সজিবুল ইসলাম , ডোমকল, আপনজন: তৎকালীন বাম আমলের জ্যোতি বসু সরকার তখন ক্ষমতায় বসেছে ঠিক সেই বছরেই ওই গ্রামের রাস্তায় লাল মাটি পড়েছিল তার পর সরকার বদলিয়েছে রাজনীতিক দল পাল্টিয়েছে কিন্তু পাল্টায় নি গ্রামের রাস্তার চেহারা, কবে হবে রাস্তা ,সেই প্রশ্নই যেনো গোটা গ্রাম জুড়ে কানে বাছে।আদতে কি হবে পিচ বা ঢালাই রাস্তা সেই দিকেই তাকিয়ে এখন গোটা একটা গ্রাম।তখন যে রাস্তার কথা বললাম সেটি হলো মুর্শিদাবাদ জেলার জলঙ্গী ব্লকের ফরিদপুর অঞ্চলের
পাকুড় দেয়ার জলটাঙ্কি এলাকা। এলাকার রহিম সেখ নামের এক ব্যক্তি বলেন আমরা যখন ছোট ছিলাম তখন গ্রামে মানুষের বসবাস শুরু হয় কিন্তু তার পর আজও গ্রামের উপর নজর পড়েনি নেতা থেকে আমলা কারো। গ্রামের এক মহিলা আদরা বিবি বলেন আমার যখন বিয়ে হয় তখনও এই রাস্তা দিয়ে চলাচল করা দুষ্কর ছিল এখনও তাই রয়েছে। গ্রামের গর্ভবতী মহিলাদের নিয়ে বেশি সমস্যা হয়,কোনো ইমার্জেন্সী হলে অ্যাম্বুলেন্স পর্যন্ত আসে না গ্রামে রাস্তার বেহাল দশার কারণে বলে ক্ষোভ প্রকাশ করেন ওই মহিলা। রাস্তার বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্যা সোনিয়া খাতুন কে প্রশ্ন করা হলে তিনি বলেন আগের নির্বাচনে তৃণমূলের মেম্বার ছিল তারা রাস্তার কাজ করেনি আমরা নতুন বোর্ড গঠন করে গ্রাম সভার মাধ্যমে রাস্তার বিষয়টা তুলে ধরেছি আশাকরি খুব তাড়াতাড়ি রাস্তার সমস্যা মিটে যাবে।যদিও স্থানীয় প্রধান সাকিলা বেগম জানান রাস্তাটা খুবই খারাপ আমাদের নজরে আছে বিষয়টা আমরা ব্লকে জানিয়েছি কারণ পঞ্চায়েত বড় রাস্তা করতে পরে না তাই পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের উদ্যোগে রাস্তার কাজ করা সম্ভব।তিনি আরো বলেন ওই রাস্তাটা পিএইচকে দিয়ে করানোর চেষ্টা চলছে। জেলা পরিষদের সদস্য ইমরান হোসেন বলেন শুধু পাকুড় দেয়ার নয় আমার সংসদের তিন অঞ্চলের একাধিক রাস্তার বেহাল অবস্থা সেই বিষয়ে আমি জেলা পরিষদের মিটিংয়ে আলোচনা করে প্রস্তাব রেখেছি কিন্তু শাসক দল আমরা সিপিআইএম দলের প্রতীকে জয়ী হওয়ার করে গুরুত্ব দেওয়া হয় না আমাদের।
যদিও রাস্তার বেহাল দশা নিয়ে জলঙ্গী পঞ্চায়েত সমিতির সভাপতি কবিরুল ইসলাম কে প্রশ্ন করা হলে তিনি জানান যে রাজ্যর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কোথাও বাদ থাকবে না ,সব জাগায় তো একসঙ্গে কাজ করা সম্ভব নয় তাই আসতে আসতে সব কাজ হয়ে যাবে।আর স্বজন পোষণের কথা জিজ্ঞেস করলে তিনি জানান আমদের নেত্রী কোনো দল বা রং দেখে উন্নয়ন করে না। যদি তাই হতো তাহলে রাজ্য সরকারে একাধিক প্রকল্প বেছে বেছে দিত কিন্তু আমাদের সরকার তা না করে সাধারণ মানুষে উন্নয়ন করে চলেছেন,আমরাও নেত্রীর উন্নয়ন মানুষের কাছে পৌঁছিয়ে দিতে বর্ধপরিকর।
এখন দেখার যে আদতে কি রাস্তা হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct