নিজস্ব প্রতিবেদক , হাবড়া, আপনজন: বাংলাদেশিদের আধার কার্ড করে দেওয়ার অপরাধে গ্রেফতার তিন ভারতীয় । একই সঙ্গে অবৈধভাবে ভারতে আসায় গ্রেফতার তিন বাংলাদেশী । মোট ৬ জনকে গ্রেফতার করলো হাবড়া থানার পুলিশ। বাংলাদেশিদের ভারতীয় আধার কার্ড তৈরি করে দিয়ে গ্রেফতার তিন ভারতীয়। পাশাপাশি তিন বাংলাদেশিকেও গ্রেপ্তার করল হাবড়া থানার পুলিশ। ধৃত বাংলাদেশিরা হল মহম্মদ মতিউর রহমান, বাড়ি বাংলাদেশের নাটোর জেলায়, ধৃত সন্ধ্যা রায় ও তার মেয়ে সুপর্না রায় বাংলাদেশের বরিশালের উজিরপুর থানা এলাকার বাসিন্দা। ধৃতদের মধ্যে সন্ধ্যা ও মতিউরের নামে অসৎ উপায়ে আধার কার্ড করে দিয়েছিল হাবড়ার বয়রাগাছি এলাকার সায়েম হোসেন এবং মানিকতলা এলাকার মিন্টু দাস ও অমিত মন্ডল। ধৃতদের কাছ থেকে দুটি আধার কার্ডও আটক করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আনোয়ার বেরিয়া এলাকা থেকে তাদের ধরা হয়। মঙ্গলবার ধৃতদের পেশ করা হয় হয় বারাসত আদালতে। পুলিশ জানিয়েছে ধৃত বাংলাদেশিদের এদেশে আসার বৈধ কোন কাগজপত্র পাওয়া যায়নি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct