আপনজন ডেস্ক: ইংলিশ চ্যানেলের উত্তর ফ্রান্সের নিকটবর্তী অঞ্চলে রোববার নৌকাডুবির ঘটনায় অন্তত ৩ অভিবাসী নিহত হয়েছেন৷ নৌকাযোগে ফ্রান্স থেকে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা করছিলেন তারা৷ রোববার সকালের নৌকাডুবির পর এ পর্যন্ত ৪৫ জনকে উদ্ধার করা হয়েছে৷ ফ্রান্স মেরিটাইম প্রোফেকচুর কর্তৃপক্ষ জানায়, রোববার সকালে ইংলিশ চ্যানেলের ফ্রান্সের সানগাত্তে এলাকায় এই দুর্ঘটনা ঘটে৷ ওই সময় অভিবাসনপ্রত্যাশীরা নৌকায় করে চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা করছিলেন৷ নৌকাটিতে ৫০ যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে৷ খবর পেয়ে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নৌকায় থাকা যাত্রীদের উদ্ধার করে৷ তিন যাত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়৷ পরে তারা মৃত্যু বরণ করেন৷ উদ্ধার হওয়া বাকিদেরকে চিকিৎসা প্রদান করা হচ্ছে৷ তাদের বেশিরভাগই হাইপোথার্মিয়ায় ভুগছেন বলে জানানো হয়৷
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct