আপনজন ডেস্ক: আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ) এর সদস্যরা মায়ানমারের আরাকান রাজ্যের উত্তর মংডু টাউনশিপে রাখাইন সন্ত্রাসী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) একটি চৌকিতে হামলা চালিয়েছে। এতে আরাকান আর্মির ২২ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৩ সদস্য। আহতদের অবস্থা আশঙ্কাজনক।
জানা গেছে, গত ৩০ ডিসেম্বর রাত ১টায়, উত্তর মংডুর ইয়েট নিও তাং এ অবস্থিত রাখাইন সন্ত্রাসী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি এর একটি ফাঁড়িতে এ হামলা চালানো হয়।
রাত ১টা থেকে শুরু করে রাত আড়াইটা পর্যন্ত সেখানে দুই পক্ষের মধ্যে হামলা- পাল্টা হামলা চলে।
আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ) আরাকান রাজ্যের সমস্ত জাতিগোষ্ঠীকে অনুরোধ করছে আরকান আর্মিদের কোনো সহযোগিতা না করার জন্য।
তারা বারবার স্থানীয় জনগোষ্ঠীকে বলছে, ‘রাখাইন সন্ত্রাসী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এর দলে যোগ দেবেন না এবং কোনো মূল্যে তাদের সমর্থন করবেন না।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct