আপনজন ডেস্ক: দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ বিমান বিধ্বস্তের রেশ না কাটতেই এবার সংযুক্ত আরব আমিরাতেও ঘটেছে বিমান দুর্ঘটনা।
রোববার আরব আমিরাতের রাস আল খাইমাহ উপকূলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দু’জনের প্রাণহানি হয়েছে। নিহতরা ভারতীয় ও পাকিস্তানি বলে জানা গেছে।
স্থানীয় বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
জেনারেল সিভিল এভিয়েশন অথরিটি এক বিবৃতিতে বলেছে, জাজিরা এভিয়েশন ক্লাব পরিচালিত একটি হালকা বিমান সমুদ্রে বিধ্বস্ত হয়ে পাইলট এবং কো-পাইলট উভয়েই নিহত হয়েছেন। মারাত্মক এই দুর্ঘটনার কারণ নির্ণয় করতে তদন্ত শুরু হয়েছে।
বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘সৈকত বরাবর কোভ রোটানা হোটেলের কাছে উড্ডয়নের পরপরই দুর্ঘটনাটি ঘটে।’
এতে আরো বলা হয়, প্রাথমিক প্রতিবেদন থেকে জানা যায় যে, গ্লাইডারটি (ফিক্সড উইংয়ের এয়ারক্র্যাফট) রেডিও যোগাযোগ হারিয়ে ফেলে এবং পরে জরুরি অবতরণের চেষ্টা করেছিল।
প্রসঙ্গত, আমিরাতের সাতটি রাজ্যের অন্যতম রাস আল খাইমাহ সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে উত্তরাঞ্চলে অবস্থিত।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct