আপনজন ডেস্ক: ২০২৫ সালে ভারত েথকে সৌদি আরবে হজ করতে যাওয়ার জন্য টাকা জমা দেওয়ার শেষ সময় সীমা ফের বৃদ্ধি করা হল। ওয়েটিং লিস্ট থেকে যাদের আবেদন মঞ্জুর হয়েছে তাদের দুটি ইনস্টলমেন্ট এবং আগে নির্বাচিতদের দ্বিতীয় ইনস্টলমেন্টের টাকা জমা দেওয়ার শেষ সময় ছিল ৩০ ডিসেম্বর। অনেকে এই সময় সীমরা মধ্যে টাকা জমাও দিয়েছেন। এ ব্যাপারে হজ কমিটি অফ ইন্ডিয়ার সিইইও নাজিম আহমেদ সোমবার এক বিজ্ঞপ্তি জারি করে বলেছেন, হজযাত্রীদের আবেদনের কথা বিবেচনা করে সেই টাকা জমা দেওয়ার শেষ সময় সীমা করা হয়েছে ৬ জানুয়ারি ২০২৫। হজ কমিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে কিংবা ‘হজ সুবিধা’ অ্যাপের মাধ্যমে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং কিংবা ইউপিআই মারফত টাকা জমা দেওয়া যাবে। এছাড়া, এসবিআই ও ইউবিআইযে নির্দিষ্ট পে স্লিপের মাধ্যমেও টাকা জমা দেওয়া যাবে। অপেক্ষমান তালিকায় থাকা হজ অবেদনকারীদের টাকা জমা দেওয়ার রশিদ বা রিসিপ্ট নিয়ে সংশ্লিষ্ট রাজ্যের হজ অফিসে জমা দিতে বলা হয়েছে ৮ জানুয়ারির মধ্যে।
আরও বলা হয়েছে, ডিপোজিট রিসিপ্টে প্রতিটি কভারে সরবরাহ করা অনন্য ব্যাঙ্ক রেফারেন্স নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। অবশিষ্ট হজের অর্থের তৃতীয় কিস্তির পরিমাণ সৌদি আরবে বিমান ভাড়া ও সৌদিতে খরচের বিষয়টি চূড়ান্ত করা হবে এবং তা যথাসময়ে জানানো হবে। সংশ্লিষ্ট যাত্রা পয়েন্টগুলির জন্য হজ-২০২৫ এর জন্য ব্যয়ের বিবরণও হজ কমিটি অফ ইন্ডিয়া ওয়েবসাইট https://hajcommittee.gov.in-এ পাওয়া যাবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct