উম্মার সেখ , কান্দি, আপনজন: প্রতিবেশীর সঙ্গে কানপুরে কাজ করতে গিয়ে প্রায় দুমাস ধরে নিখোঁজ মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত এড়েরা দাসপাড়া গ্রামের ইন্দ্রজিৎ নামে এক যুবক। নিখোঁজ ইন্দ্রজিতের মা রেখা দাস বলেন আমার ছেলে গত নভেম্বর মাসে ১১ তারিখ থেকে নিখোঁজ তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তিনি সংবাদ মাধ্যমকে জানান এড়েরা গ্রামে একজন ঠিকাদার আমার ছেলে ইন্দ্রজিৎ দাস ওরফে সঞ্জয়কে একটি বেকারি ফ্যাক্টরিতে কাজে নিয়ে যায়। নভেম্বরের ১০ তারিখ রাতে ওই ঠিকাদার আমার ছেলেকে মারধর করে ও তারপরে তার কাছ থেকে মোবাইল ফোনটা কেড়ে নেয় তারপর তাকে একটি ঘরের তালা বন্দি অবস্থায় রেখে চলে যায়। পরের দিন সকালবেলায় যখন ঠিকাদার ডালিম শেখ ঘরের দরজা খোলে তখন ছেলে সঞ্জয় বলে আমি চা খেতে যাবো সেই মতন ঠিকাদার ডালিম শেখ তাকে ছেড়ে দেয়। কিন্তু তার পর থেকেই নিখোঁজ ইন্দ্রজিৎ দাস ওরফে সঞ্জয়। যদিও নিখোঁজ হওয়ার ১৩ দিন পরে জৈনপুর পুলিশ স্টেশনে একটি মিসিং ডায়েরী করা হয় এখনো পর্যন্ত সঞ্জয়ের কোন সন্ধান মেলেনি। নিখোঁজ ছেলের সন্ধান পেতে চিন্তায় পরিবার সহ এলাকায়। নিখোঁজের নেপথ্যে রয়েছে কী ঠিকাদারের হাত তদন্ত শুরু করেছে পুলিশ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct