নিজস্ব প্রতিবেদক , হুগলি, আপনজন: গত ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু ৭ দিন তারকেশ্বর মহাবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত তারকেশ্বর বইমেলায় ‘কলমে তারকেশ্বর’ সাহিত্য পত্রিকার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বর্ষের এই মেলায় গত ২৯ ডিসেম্বর সাড়ম্বরে অনুষ্ঠিত হল এক প্রাঞ্জল সাহিত্য বাসর। যাতে অংশ নিয়েছিলেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার কবি সাহিত্যিকরা। বিশিষ্ট ছড়াকার মুক্ত বলাকার প্রাণপুরুষ সুশান্ত পাড়ুই এর সভাপতিত্বে এবং বিশেষ আমন্ত্রিত অতিথি বিশিষ্ট সাহিত্যিক সেখ আব্দুল মান্নান, বিশিষ্ট প্রাবন্ধিক গৌতম সমাজদার ও অধ্যাপক হরেন্দ্রনাথ কোলের উপস্থিতিতে মঞ্চাসীন কবিদের স্বরচিত কবিতা পাঠে মুখর হয়ে বৈকালিক কবিতা বাসর। স্থান কাল সময়ের প্রেক্ষিতে রচিত বিভিন্ন কবির কবিতা নিয়ে খোলামেলা আলোচনা করেন মঞ্চপবিষ্ট অতিথিরা।স্বরচিত কবিতা পাঠ করেন সৌমিত্র চট্টোপাধ্যায়, গোলক বিহারী, সুমন কোদালি, সুলেখা চৌধুরী, মোমিনুল ইসলাম, বিকাশ যশ, মহীম চক্রবর্তী, বীরেন্দ্র নাথ কোলে, সুজন, অতনু মাঝি, চন্দ্রনাথ শেঠ, নীলরতন কুন্ডু, তারকনাথ মিত্র প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সম্পন্ন করার জন্য সার্বিক সহযোগিতায় ছিলেন বইমেলা আয়োজকদের তরফে ‘কলমে তারকেশ্বর’ পত্রিকার সম্পাদক সুপ্রিয় ব্যানার্জি, সভাপতি সৌরভ গাঙ্গুলি, সহ সম্পাদক সুমন কোদালি, কার্যকরী সভাপতি সুমন্ত বেরা। বাংলা ভাষা ধ্রুপদী ভাষার মর্যাদা প্রাপ্ত সম্পর্কে মূল্যবান বক্তব্য রাখেন সাহিত্যিক শুভঙ্কর রায়চৌধুরী। উপস্থিত ছিলেন ঔপন্যাসিক সিরাজুল ইসলাম ঢালিও।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct