হাসিবুর রহমান , ঘুটিয়ারি, আপনজন: দক্ষিণ ২৪ পরগনা জেলার আরওয়াইএফ-এর রাজনৈতিক কর্মশালা হয়ে গেল বাসন্তী ধনঞ্জয় স্মৃতি ভবনে। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী সুভাষ নস্কর কর্মীদের সামনে জোর গলায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, বর্তমানে ভারতবর্ষের কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে মৌলবাদের যে বাড় বাড়োনন্ত এটা দেশকে সর্বনাশের পথে নিয়ে যাবে। তিনি আরো বলেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেভাবে ড. বি আর আম্বেদকর কে নিয়ে কুরুচিকর মন্তব্য পার্লামেন্টে দাঁড়িয়ে করেছেন তা মানুষের মেনে নেয়ার মতো নয়। তিনি ধিক্কার জানিয়ে বলেন, সমস্ত মানুষের একত্রিতভাবে গজিয়ে উঠে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে । আরএসপির যুব সংগঠন সহ সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের একত্রিত হতে হবে। হিংসাবিদ্বেষ ঘৃণা ছড়িয়ে বেড়াচ্ছে এক শ্রেণির মিডিয়া। এটা থেকে ও সচেতন হতে হবে মানুষের । আরওয়াইএফ-এর এর কর্মী সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুভাষ নস্কর, জেলা সম্পাদক চন্দ্রশেখর দেবনাথ, আরওয়াইএফ-এর কেন্দ্রীয় কমিটির সম্পাদক রাজিব ব্যানার্জি, রাজ্য সম্পাদক আদিত্য যোদ্ধার, জেলা সম্পাদক হায়দার মোল্লার , জেলাস সভাপতি সঞ্জয় অধিকারী।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct