নকিব উদ্দিন গাজী, কাকদ্বীপ, আপনজন: বাংলাদেশ থেকে মুক্তি পেতে চলেছে ৯৫ জন ভারতীয় কাকদ্বীপের মৎস্যজীবী। গতকাল ভারতীয় মৎস্যজীবীদের উপরে যে কেস দেওয়া হয়েছিল তা তুলে নেওয়া নির্দেশ দেন হয়েছে বাংলাদেশ সরকারের তরফে। গত প্রায় তিন মাস মাস আগে ভারতীয় ছটা ট্রলার এবং ৯৫ জন মৎস্যজীবী বাংলাদেশ জল সীমানায় ভুল করে ঢুকে পড়ে মৎস্য শিকারের জন্য, তারপর তাদেরকে বাংলাদেশ উপকূল রক্ষা বাহিনী গ্রেফতার করে। তারপর চলে দীর্ঘ টালবাহানা। অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি নিয়ে তৎপরতা শুরু করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরকে লিখিত জানানো হয়। বারবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে তদারকি করেন কেন্দ্রের দপ্তরে পাশাপাশি মৎস্যজীবী পরিবারদের যাতে কোন সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখার জন্য স্থানীয় বিধায়ক মন্টুরাম পাখিরা কে দায়িত্ব দেন।এই পরিস্থিতিতে খুব তাড়াতাড়ি ভারতীয় মৎস্যজীবীদের ছেড়ে দেওয়া হবে বলে জানানো হচ্ছে ভারতীয় মৎস্যজীবী সংগঠনের তরফ থেকে। খবর পেয়ে মৎস্যজীবী পরিবার খুশি, পাশাপাশি কাকদ্বীপ মৎস্য সংগঠনের সভাপতি সতীনাথ পাত্র তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এটা হত্যার কেপ করেছিল বলে তাই সম্ভব হয়েছে তাড়াতাড়ি।অপরদিকে ভারতে আটকে থাকা ৯০ জন বাংলাদেশী মৎস্যজীবীদের ও ছেড়ে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে ভারতীয় স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে। বেশ কিছুদিন আগে ডায়মন্ড হারবার জেলখানা থেকে 12 জন ভারতীয় মৎস্যজীবীকে ছেড়ে দেওয়া হয় মূলত তারা গভীর সমুদ্রে মাছ ধরতে এসে তাদের ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে 12 জন মৎস্যজীবী ভাসতে ভাসতে ভারতীয় সীমানায় চলে আসে ভারতীয় কাকদ্বীপের মৎস্যজীবী তাদেরকে উদ্ধার করে তাদের আইনতভাবে আদালতের রায় অনুযায়ী ডায়মন্ড হারবার জেল মুক্তি হয় ,তাদেরকেও বাংলাদেশে পাঠানোর জন্য সু বন্ধ ব্যবস্থা করছে রাজ্য সরকার।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct