চন্দনা বন্দ্যোপাধ্যায়, সাগর, আপনজন: সাগরে এসে হারিয়ে গেলে খুঁজে দেওয়ার কাজ করে চলেছে দীর্ঘ কয়েক বছর ধরে হ্যাম রেডিও। এবারও তাঁরা তৈরী হয়ে গেছে।এমনিতেই সারাবছর ধরে তাঁরা এই কাজ করে চলেছে বলে জানালেন হ্যাম রেডিওর ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস। ইতিমধ্যে সাগরে আসার পথে পথভুল করা এক বৃদ্ধার ঠিকানা খুঁজে বের করেছে তাঁরা।প্রতি বছর সাগর মেলায় এসে বা আসার পথে অনেকে পথভুলে হারিয়ে যান। তাদের খুঁজে পাওয়া খুব কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। তবে এবছর হারিয়ে গেলে হ্যাম রেডিও তাদের ঠিক খুঁজে বের করবে বলে জানালেন অম্বরীশ নাগ বিশ্বাস। তিনি বলেন, সম্প্রতি একটি ঘটনা ঘটেছে।ঝাড়খন্ডের দেওঘরের পথারল গ্রামের এক বৃদ্ধা উষা সাউ (৭৬)বের হয়ে ছিলেন মেয়ের বাড়ি জামুড়িয়ায় যাওয়ার উদ্যেশ্যে। পথে পরিচিত এক মহিলাকে সাগরে যেতে দেখে বৃদ্ধার ইচ্ছা করে সাগরে যেতে। যেমন ভাবা তেমন কাজ উঠে পড়েন একটি বাসে। কিন্তু পথে ভাড়া দিতে গিয়ে দেখেন তাঁর কাছে থাকা টাকার ব্যাগটি নেই।এরপর রাস্তাতে নামিয়ে দেয় কনট্রাক্টটর। এরপর ওই বৃদ্ধা ইতস্তত ঘোরাঘুরি করতে করতে পৌঁছায় খড়গপুরের জফালা রোডের কাছে। এরপর স্থানীয় প্রশাসন ও মহকুমাশাসকের সহযোগিতায় ওই বৃদ্ধার স্থান হয় হোমে।এরপর হ্যাম রেডিওর সঙ্গে যোগাযোগ করা হলে ওই বৃদ্ধার পরিবারের লোক জনকে সহজে খুঁজে বের করে তাঁরা। সেখান থেকে ভিডিও কলে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলানো হয়। অম্বরীশ নাগ বিশ্বাস বলেন,সাগর মেলা দেখা হল না বৃদ্ধার। তবে আমরা আশাবাদী বৃদ্ধাকে সাগরে স্নান করিয়ে পুজোর ব্যাবস্থা করা হবে। কপিল মুনি পুজো নেবেন ওই বৃদ্ধার। আমরা সতর্ক রয়েছি।তাই আমরা হারিয়ে যাওয়া মানুষকে তাদের পরিবার পরিজনের হাতে তুলে দিতে বদ্ধপরিকর।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct