নিজস্ব প্রতিবেদক, নদিয়া, আপনজন: পথ দুর্ঘটনা এড়াতে ১২ নম্বর জাতীয় সড়কের শান্তিপুর এলাকায় স্পিড মোশন সেন্সর মেশিন বসানো হল রানাঘাট ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। জাতীয় সড়কে দুর্ঘটনা রুখতে এবার গাড়ীর গতি নিয়ন্ত্রণ করার উদ্যোগ নিল রানাঘাট জেলা পুলিশ। আর তারই অঙ্গ হিসেবে ১২ নম্বর জাতীয় সড়কের শান্তিপুর এলাকায় স্পিড মোশন সেন্সর মেশিন বসাল রানাঘাট পুলিসের ট্রাফিক বিভাগ।
জাতীয় সড়কে জন বহুল এলাকা গুলিতে যানবাহনের সর্বোচ্চ গতি ঘন্টায় ৮০ কিলোমিটার নির্ধারণ রয়েছে। রানাঘাট পুলিশ সূত্রে খবর, ৮০ কিলোমিটার গতিবেগ সর্বোচ্চ থাকলেও চালকরা তার থেকে বেশি গতিতে গাড়ি চালাচ্ছে। আর সেই গতি নিয়ন্ত্রণের জন্যই এদিন এই স্পিড মোশন সেন্সর মেশিন বসাল ট্রাফিক বিভাগ। এর ফলে ঘন্টায় ৮০ কিলোমিটারের বেশী গতিতে গাড়ী চললেই অটোমেটিক সেই সব গাড়িকে ফাইন করবে এই মেশিন। এর ফলে গতি নিয়ন্ত্রণ হবে ও গতি নিয়ন্ত্রণে থাকলে দুর্ঘটনাও কম হবে বলে আশাবাদী রানাঘাট ট্রাফিক বিভাগ। শীতে কুয়াশার মধ্যে দুর্ঘটনা ঠেকাতে জাতীয় সড়কে ট্রাফিক দফতরের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে। বিভিন্ন জায়গায় রেলিং গার্ড লাগিয়ে গাড়ির গতি কন্ট্রোল করার প্রক্রিয়া চলছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct