নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: যারা দুঃসময়ে আমার পাশে থেকেছেন তাদের অগ্রিম শুভেচ্ছা। সোমবার আদালত থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই সকলকে। হার্দিক শুভেচ্ছা সকলকে। যারা দু:সময় আমার পাশে থেকেছেন তাদের অগ্রিম শুভেচ্ছা।প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির মামলায় চার্জ গঠন প্রক্রিয়া পিছিয়ে গেল আদালতে। এই প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় কে সাংবাদিকরা প্রশ্ন করলেও তিনি কোন মন্তব্য করেন নি। মাথা নিচু করে গাড়িতে উঠে যান। ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের শারীরিক অসুস্থতার কারণে চার্জ গঠন প্রক্রিয়ার শুনানি সম্ভব হল না সোমবার। এদিন কালীঘাটের কাকুকে ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে চিকিৎসা করানোর জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এদিকেবিচারক জানিয়েছেন, আগামী ২ জানুয়ারি এই সংক্রান্ত পরবর্তী শুনানি হবে। সব ঠিক থাকলে এই মামলায় সে দিনই প্রয়োজনীয় নির্দেশ দেবে আদালত। তবে সুজয়কৃষ্ণের শারীরিক অবস্থার দিকে নজর রাখা হবে। তাঁর মেডিক্যাল রিপোর্টের উপর ভিত্তি করে আদালত এ বিষয়ে পরবর্তী নির্দেশ দেবে বলে জানিয়েছে। সোমবার ইডির নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে আদালতে উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি অর পিতা মানিক কুন্তলরা।
সোমবারও চার্জ গঠন হলো না। অনুপস্থিত ছিলেন সুজয় কৃষ ভদ্র। এই নিয়ে ক্ষুব্ধ আইনজীবীদের একাংশ। সোমবার আদালতে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি’র চার্জ গঠনে সুজয় কৃষ্ণ ভদ্রের উপস্থিতির কথা থাকলেও হঠাৎ আদালতে নিয়ে যাওয়ার পথে তিনি অসুস্থ হয়ে পড়ায় তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায় জেল কর্তৃপক্ষ। ওই হাসপাতালে কিছুক্ষণ চিকিৎসা হওয়ার পর তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিকেই ডি সূত্রে জানা গেছে শুধু সুজয় কৃষ্ণ ভদ্রকেও এদিন চার্জ গঠনে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু শ্বশুরমশাই অসুস্থ হয়ে পড়ায় তাকে নিয়ে তার জামাই হাসপাতালে চলে যান বলে জানান তার আইনজীবী।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct