নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: পুলিশ প্রশাসনের অনুমতি না পাওয়ায় হাইস্কুল শিক্ষকদের সংগঠন অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কলকাতা হাইকোর্টে আপিল করায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আগামী ৮ই জানুয়ারি জমায়েত ও ডেপুটেশন এর অনুমতি প্রদান করেন । ৮, ১৫ ও ২৪ বছরে অনার্স পিজি টিচারদের পদোন্নতি, ইএল, সপ্তম ও অষ্টম শ্রেণির তৃতীয় ভাষার সিলেবাস ও পাঠ্যপুস্তক প্রকাশ, রোপা-২০১৯ তে অসঙ্গতি, পিএইচডি ডিগ্রি প্রাপ্তদের অতিরিক্ত ইনক্রিমেন্ট, জানুয়ারি মাস থেকে উৎসশ্রী ট্রান্সফার চালু, অনার্স পোস্টের টিচারদের পিজি স্কেল, স্কুল শিক্ষা সহ কয়েকটি দাবিতে সংগঠনটি ডেপুটেশন দেবে বিকাশ ভবনে। জমায়েত বিষয়ে উপস্থিতি, মাইক সহ কয়েকটি শর্ত বেঁধে দিয়েছে হাইকোর্ট। সংগঠনের সম্পাদক চন্দন গরাই স্কুল শিক্ষা ও শিক্ষকদের পেশাগত সমস্যা সমাধানে কলকাতা হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct