আপনজন ডেস্ক: ২৭ বছর—দুই যুগের বেশি সময় ওল্ড ট্রাফোর্ডে ছিল ফার্গুসন–রাজ। আলেক্সান্ডার চাপম্যান ফার্গুসন, যিনি স্যার অ্যালেক্স ফার্গুসন নামেই ফুটবল বিশ্বে সবচেয়ে বেশি পরিচিত, স্কটিশ এই ভদ্রলোক ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের দায়িত্ব নেন ১৯৮৬ সালে। ২০১৩ সালে অবসরে যাওয়ার আগপর্যন্ত ওল্ড ট্রাফোর্ডের এ ক্লাবটির হয়ে ১৩টি লিগ ও ২টি চ্যাম্পিয়নস লিগসহ জিতেছেন মোট ৩৮টি শিরোপা।
ফার্গুসন তাঁর অবসরের বছরেও জিতেছেন লিগ শিরোপা। কিন্তু তাঁর বিদায়ের পর একটিও লিগ জিততে পারেনি ইউনাইটেড। সব মিলিয়ে জিতেছে ৬টি শিরোপা। দুটি করে এফএ কাপ ও লিগ কাপ আর একটি করে ইউরোপা লিগ ও কমিউনিটি শিল্ড। আসলে ফার্গুসনের বিদায়ের পর যেন কোনোভাবেই থিতু হতে পারছে না ইউনাইটেড। কোচ আসছেন, কোচ যাচ্ছেন; কিন্তু ইউনাইটেডকে তেমন কিছু এনে দিতে পারছেন না। ফার্গুসন–পরবর্তী যুগে এখন পর্যন্ত ছয়জন কোচ এসেছেন ওল্ড ট্রাফোর্ডে। যার সর্বশেষ সংযোজন রুবেন আমোরিম। পর্তুগিজ এই কোচের ওপর অনেক আশা আর ভরসা ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটির সমর্থকদের।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct