আপনজন ডেস্ক: প্রিমিয়ার লিগে যেন উড়ছে লিভারপুল। একের পর এক জয় তুলে নিচ্ছে তারা। পাত্তা পাচ্ছে না কেউই। এবার ওয়েস্ট হ্যামের মাঠ থেকে বড় জয় নিয়ে ফিরেছে দলটি।
রোববার রাতে প্রিমিয়ার লিগে ম্যাচে ওয়েস্ট হ্যামেকে ৫-০ গোলে হারায় লিভারপুল। ম্যাচে গোল করেন লুইস দিয়াস, কোডি হাকপো, মোহামেদ সালাহ, ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড ও নামা দিয়োগো জটা। গোটা ম্যাচে আক্রমণের জোয়ার বইয়ে দিয়েছিল লিভারপুল।
খেলার ৩০ মিনিটে লুইস দিয়াস গোলে এগিয়ে যায় লিভারপুল ১-০। তিনি দলকে এগিয়ে নেয়ার পর প্রথমার্ধেই লিভারপুল ওয়েস্ট হ্যামের জালে দেয় আরো দুই গোল। ৪০ মিনিটের গোলদাতা কোডি হাকপো এবং ৪৪ মিনিটের গোলদাতা মোহামেদ সালাহ। একটি গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেন দারুণ ছন্দে থাকা সালাহ। লিগে তার গোল সংখ্যা ১৭টি। তার গোলে স্কোরলাইন দাঁড়ায় ৩-০। ঐ গোলের লিডে বিরতিতে যায় লিভারপুল।
দ্বিতীয়ার্ধে আরো ম্যাজিক দেখায় লিভারপুল। ওয়েস্ট হ্যামের জালে আরো দুই গোল দেয় অলরেড দল। খেলা ৫৪ মিনিটে গোল করেন ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। দূর পাল্লার শটে গোল করেন তিনি। খেলার ৮৪ মিনিটে প্রতিপক্ষের জালে শেষবার বল পাঠান বদলি নামা দিয়োগো জটা। তাতে স্কোরলাইন হয় ৫-০।
পুরো ম্যাচে প্রায় ৫৫ শতাংশ পজিশন ধরে রেখে গোলের জন্য ২২ শট নিয়ে ১৩টি লক্ষ্যে রাখে লিভারপুল। বিপরীতে ওয়েস্ট হ্যামের সাত শটের একটিও লক্ষ্যে ছিল না।
বিশাল জয়ে বছর শেষ করার পাশাপাশি লিগ টেবিলে ৮ পয়েন্টে এগিয়ে গেলো লিভারপুল। ১৮ ম্যাচে ১৪ জয় ও ৩ ড্রয়ে অল রেড দলের পয়েন্ট হলো ৪৫। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৩৭ পয়েন্ট নিয়ে দুইয়ে নটিংহ্যাম ফরেস্ট। লিভারপুলের সমান ১৮ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে আর্সেনাল তিনে ও ৩৫ পয়েন্ট নিয়ে চেলসির অবস্থান চারে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct