আপনজন ডেস্ক: মধ্যপ্রাচ্যের দখলদার দেশ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) তার প্রস্টেট অপসারণের অস্ত্রপচার হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
এক বিবৃতিতে ইসরায়েলের হাদাসাহ মেডিক্যাল সেন্টার জানিয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জ্ঞান ফিরেছে, তিনি ভালো আছেন।
এর আগে নেতানিয়াহুর কার্যালয় এক ঘোষণায় জানায় যে, তিনি মূত্রনালীর সংক্রমণে আক্রান্ত হয়েছেন। গত মার্চে নেতানিয়াহুর হার্নিয়ার অস্ত্রপচার হয়েছিল।
এমন সময় তার এই অস্ত্রপচার হলো যখন গাজা উপত্যকায় অভিযানের নামে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ১৪ মাসের বেশি সময় ধরে গাজায় হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। সেখানে অভিযানের নামে মসজিদ, হাসপাতাল, আবাসিক ভবনসহ সব ধরনের স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। গাজার এমন কোনো স্থান বাকি নেই যেখানে ইসরায়েল হামলা চালায়নি।
এর আগে, গত ২৩ ডিসেম্বর দুর্নীতি মামলায় নিজের বক্তব্য পেশ করতে আদালতে হাজির হয়েছিলেন নেতানিয়াহু।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct